বাসস
  ০২ এপ্রিল ২০২৩, ১৭:০৬
আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ২০:২৩

ড. মোমেনকে বসনিয়া ও হার্জেগোভিনার পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ২ এপ্রিল, ২০২৩ (বাসস): বসনিয়া ও হার্জেগোভিনার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন।
এলমেদিন কোনাকোভিচ বসনিয়া ও হার্জেগোভিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিজের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সম্প্রতি পাঠানো এক অভিনন্দন বার্তায় ড. মোমেনকে আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশের অব্যাহত সমৃদ্ধি কামনা করেন।
এলমেদিন কোনাকোভিচ আশা প্রকাশ করেন, বসনিয়া ও হার্জেগোভিনা এবং বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উভয় দেশের স্বার্থে ও কল্যাণে অব্যাহতভাবে আরো বিকশিত হবে।