বাসস
  ১৮ জুলাই ২০২৩, ২২:০৯

আগামী ২৯ জুলাই পবিত্র আশুরা পালিত হবে

ঢাকা, ১৮ জুলাই, ২০২৩ (বাসস) : আগামী ২৯ জুলাই শনিবার পবিত্র আশুরা পালিত হবে। আজ সন্ধ্যায় বায়তুল মুকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 
ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয় অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি। 
এতে বলা হয়, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। আগামীকাল ১৯ জুলাই বুধবার পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। তাই  আগামী ২০ জুলাই বৃহস্পতিবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে এবং আগামী ২৯ জুলাই শনিবার পবিত্র আশুরা পালিত হবে।