দুদকের মামলায় সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ২০:১৮
সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার। ফাইল ছবি

যশোর, ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস): দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশও দেওয়া হয়েছে।

আজ বুধবার যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের স্পেশাল পিপি মো. সিরাজুল ইসলাম রায়ের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আসামিপক্ষের আইনজীবী গাজী আব্দুল কাদির সাংবাদিকদের বলেন, ‘শুনেছি দুদকের মামলায় শাহীন চাকলাদারের বিরুদ্ধে এমন একটি রায় দেওয়া হয়েছে। তবে ক্লায়েন্টের সঙ্গে কথা না বলে কোনো মন্তব্য করতে পারছি না।’

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না শাহীন চাকলাদার। তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত।

দুদক জানায়, ৩৮ লাখ টাকার সম্পদ গোপন করায় ২০০৮ সালের ৩০ মার্চ আওয়ামী লীগ নেতা শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা করেন দুদক যশোরের তৎকালীন উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ।

২০০৯ সালের ৫ জানুয়ারি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলচ্চিত্র অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি
শেরপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
দাবি না মানলে স্বাস্থ্য সেবার কার্যক্রম বন্ধের ঘোষণা
ভোলায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতা আটক 
লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা সংকটজনক
পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার : সৈয়দা রিজওয়ানা
বুরকিনা ফাসোতে সন্দেহভাজন জিহাদিদের হামলায় ৭ পুলিশ ও ১ সৈন্য নিহত
গাজায় ৫ ইসরাইলি সেনা নিহত
হোয়াইট হাউসের নৈশভোজে নেতানিয়াহুকে গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের চাপ
রাউজানের প্রকৌশলী নুরুল আলম হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
১০