দুদকের মামলায় সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ২০:১৮
সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার। ফাইল ছবি

যশোর, ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস): দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশও দেওয়া হয়েছে।

আজ বুধবার যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের স্পেশাল পিপি মো. সিরাজুল ইসলাম রায়ের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আসামিপক্ষের আইনজীবী গাজী আব্দুল কাদির সাংবাদিকদের বলেন, ‘শুনেছি দুদকের মামলায় শাহীন চাকলাদারের বিরুদ্ধে এমন একটি রায় দেওয়া হয়েছে। তবে ক্লায়েন্টের সঙ্গে কথা না বলে কোনো মন্তব্য করতে পারছি না।’

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না শাহীন চাকলাদার। তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত।

দুদক জানায়, ৩৮ লাখ টাকার সম্পদ গোপন করায় ২০০৮ সালের ৩০ মার্চ আওয়ামী লীগ নেতা শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা করেন দুদক যশোরের তৎকালীন উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ।

২০০৯ সালের ৫ জানুয়ারি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিরে দেখা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪, ২ আগস্ট : সিলেটে গণমিছিলে পুলিশের হামলা, ছাত্র-জনতার প্রতিরোধ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া সমাপ্ত, প্রতিরক্ষা সম্পর্ক জোরদার হবে
চাঁদপুরে তিনজন জুলাই রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান
ফেনীতে রেমিট্যান্স যোদ্ধা দিবসে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ২০৯
করোনায় আরও ২ জন আক্রান্ত
গণঅভ্যুত্থানের গ্রাফিতি অঙ্কিত রিকশা র‌্যালি আগামীকাল
অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে হবে : শারমীন মুরশিদ
সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত মাইলস্টোনের শিক্ষার্থীদের প্রতি বিমানবাহিনীর শ্রদ্ধা
গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পথকে দীর্ঘায়িত করলে মানুষ আবার জেগে উঠবে : মঈন খান
১০