বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২০

শ্রমিক সমস্যার টেকসই সমাধানে ইসলামি শ্রমনীতির বিকল্প নেই : শাহজাহান চৌধুরী

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরী শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর সদস্য সম্মেলনে বক্তব্য দেন। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : শ্রমিক সমস্যার টেকসই সমাধানের জন্য ইসলামি শ্রমনীতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরী।

শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, আমাদের দেশের সিংহভাগ জনগোষ্ঠী শ্রমিক-মেহনতি মানুষ। এই বিশাল জনগোষ্ঠীকে অবহেলা করে দেশকে এগিয়ে নেওয়া যাবে না।

অতএব, শ্রমিকরা বাঁচলে দেশ বাঁচবে। আর শ্রমিক সমস্যার টেকসই সমাধানের জন্য ইসলামি শ্রম নীতির কোনো বিকল্প নেই। সুতরাং, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী শ্রমনীতির পক্ষে জনমত গড়ে তুলতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, আগস্ট গণঅভ্যুত্থানের সুফল পাচ্ছে জনগণ। নির্বিঘ্নে সকল নাগরিক তাদের পেশাগত কাজ, সামাজিক ও সাংগঠনিক কাজ করতে পারছে। এই অনুকূল পরিবেশ একটি শ্রমিকবান্ধব বাংলাদেশ বিনির্মাণে কাজে লাগাতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় নগরীর বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহানগর উপদেষ্টা এফ এম ইউনুস ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। বক্তব্য রাখেন মহানগর সহসভাপতি নাজির হোসেন, মকবুল আহম্মেদ ভূঁইয়া ও সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আসাদ।