সুনীল অর্থনীতির উন্নয়নে আর্থিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৯:৫২
ব্লু ইকোনমি। প্রতীকী ছবি

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস): ‘বাংলাদেশের সুনীল অর্থনীতি: নতুন বৈশ্বিক ব্যবস্থায় টেকসই অর্থনীতির জন্য বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক দুই দিনব্যাপী এক ওয়েবিনারে বিশেষজ্ঞরা বাংলাদেশের ব্লু ইকোনমির (সুনীল অর্থনীতি) টেকসই উন্নয়নে আরও শক্তিশালী মনিটরিং ব্যবস্থা, জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ এবং আর্থিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন। 

১৩-১৪ মে আয়োজিত ওয়েবিনারে বিশেষজ্ঞরা একটি জাতীয় সমন্বয় কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দেন।  যা দেশের নীল ও সমুদ্র অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি ‘ওয়ান-স্টপ-সেন্টার’ হিসেবে কাজ করবে।

সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সানশাইন কোস্টের দ্য সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল এন্ট্রাপ্রেনেউরশিপ (সিডসেল) ওয়েবিনারটির আয়োজন করে।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়েবিনারটি আয়োজিত হয় অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ প্রোগ্রামের বাংলাদেশে সুনীল অর্থনীতি বিষয়ক গবেষণা ও নীতিমালা উন্নয়ন  নামক পোস্ট-কোর্স কার্যক্রম হিসেবে, যার লক্ষ্য বাংলাদেশের সুনীল অর্থনীতি খাতে গবেষণা ও নীতিমালার উন্নয়ন। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ প্রোগ্রামটি অর্থায়ন করেছে অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ। ওয়েবিনারটি এই ফেলোশিপের একটি পোস্ট-কোর্স কার্যক্রম। 

ওয়েবিনারে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গবেষক, শিক্ষাবিদ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুনীল অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। 

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব  ড. সানওয়ার জাহান ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস. এম. শামীম রেজা, সিমেক গ্রুপের নির্বাহী পরিচালক ফোয়ারা ইয়াসমিন, সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির পরিচালক ড. রতন কুমার রায়, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, আইডিএস গ্রুপের গ্রুপ সিইও ও হেড অব বিজনেস আবদুল্লাহ আল মাহের প্রমুখ, যারা সবাই অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ প্রোগ্রামের বাংলাদেশে সুনীল অর্থনীতি বিষয়ক গবেষণা ও নীতিমালা উন্নয়ন কোর্সের ফেলো।

অস্ট্রেলিয়ার সিডসেল এর তামি হ্যারিয়ট এবং অনুপম এজাজ ওয়েবিনারটির সহ-আয়োজক হিসেবে আলোচনা পর্বে অংশ নেন। সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের সমন্বয়কারী ড. শরিফুল ইসলাম ওয়েবিনার সঞ্চালনা করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম সমাপনী বক্তব্য রাখেন। 

প্রথম দিনের আলোচনায় বাংলাদেশের সুনীল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ ও আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। দ্বিতীয় দিনটি ছিল সুনীল অর্থনীতির সঙ্গে জড়িত মূল অংশীজন, প্রভাবক এবং সমুদ্রের স্বাস্থ্য ও টেকসই উন্নয়নের গুরুত্ব নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা। 

আলোচনার একটি প্রধান বার্তা ছিল-বাংলাদেশে সুনীল অর্থনীতি সম্পর্কিত কার্যক্রমগুলোর সমন্বয় সাধনের জন্য একটি একক জাতীয় কর্তৃপক্ষ গঠনের প্রয়োজনীয়তা।

বক্তারা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ সুনীল অর্থনীতি সেলসমূহের মধ্যে কার্যকর সমন্বয়ের আহ্বান জানান। ওয়েবিনারের অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা সুনীল অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য একটি নীতিপত্র (পলিসি ব্রিফ) প্রস্তুত করে তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের চিন্তা ইইউ, জাপান, ভারতের
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ২য় সভা অনুষ্ঠিত
পুতিনের সঙ্গে ইউক্রেন ইস্যুতে তুরস্কে বৈঠকে বসার 'সম্ভাবনা আছে’: বললেন ট্রাম্প
ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালকের জন্য ৫০ হাজার টাকা অনুদান ও চাকরির ব্যবস্থা করেছে ডিএনসিসি
২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৭১৪ জন
বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডা. জাহিদ 
সাবেক সেনাসদস্যদের আবেদন পুনর্বিবেচনায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ: ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ
ঢাবি’র একদিনের শোক ঘোষণা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার 
সিলেট থেকে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাম্যের মৃত্যুতে এলাকায় শোকের মাতম
১০