দুর্নীতি,অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাৎ রোধে বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২০:৫৭

ঢাকা, ১৪ মে, ২০২৫(বাসস): দুর্নীতি, অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাৎ রোধে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজশে ভুয়া ও পরিচয়হীন ব্যক্তিদের মালিক সাজিয়ে ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেডের মূল্যবান রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেডের তেজগাঁও অফিস এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। অসাধু যোগসাজশে সরকারের মূল্যবান সম্পত্তি প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হচ্ছে কি না তা যাচাইয়ের লক্ষ্যে টিম বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন থেকে এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে। 

এছাড়া নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ এবং হাসপাতালে ভর্তিকৃত ও আগত রোগীদের নিকট হতে সেবা প্রদান সম্পর্কিত তথ্য সংগ্রহ করে। উপস্থিত সেবাগ্রহীতারা দুদক টিমের এ অভিযানকে স্বাগত জানান।

পরবর্তীতে ফার্মেসি ও জেনারেল স্টোরের ওষুধ মজুদ যাচাই করে দেখা যায় প্যান্টোপ্রাজল, এজিথ্রোমাইসিন ও মন্টিলুকাস্ট নামে তিনটি ওষুধে রেকর্ড ও বাস্তব পরিমাণে গরমিল রয়েছে। এছাড়াও পথ্য বিভাগের খাবারে খাসির মাংস নির্ধারিত পরিমাণের তুলনায় প্রতিটি পিসে গড়ে ১২ গ্রাম করে কম সরবরাহ করা হয়েছে বলে প্রমাণ পায় দুদক টিম। প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ টিম কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

এদিকে পিরোজপুর পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের পিডিবিএফ সোলার প্রকল্প থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পিরোজপুর পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) সোলার প্রকল্প সংশ্লিষ্ট যাবতীয় নথিপত্র সংগ্রহ করা হয়, যাতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা সিটির একটি এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর
মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের চিন্তা ইইউ, জাপান, ভারতের
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ২য় সভা অনুষ্ঠিত
পুতিনের সঙ্গে ইউক্রেন ইস্যুতে তুরস্কে বৈঠকে বসার 'সম্ভাবনা আছে’: বললেন ট্রাম্প
ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালকের জন্য ৫০ হাজার টাকা অনুদান ও চাকরির ব্যবস্থা করেছে ডিএনসিসি
২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৭১৪ জন
বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডা. জাহিদ 
সাবেক সেনাসদস্যদের আবেদন পুনর্বিবেচনায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ: ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ
ঢাবি’র একদিনের শোক ঘোষণা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার 
সিলেট থেকে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
১০