থ্রি-জিরো ক্লাব আইডিয়েশন চ্যালেঞ্জে দেশসেরা খুবি

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৮:৫৫
ছবি : বাসস

খুলনা, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : থ্রি-জিরো ক্লাব আইডিয়েশন চ্যালেঞ্জ ২০২৫-এ দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘ইকো সেন্টিনেলস বাংলাদেশ’। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া দুই শতাধিক দলের মধ্য থেকে অসাধারণ সাফল্য ও উদ্ভাবনী চিন্তাশক্তির স্বীকৃতিস্বরূপ দলটি চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা অর্জন করে। সিটি ব্যাংক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইউনূস সেন্টার যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।

এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল- ‘শূন্য কার্বন নিঃসরণ’, ‘শূন্য বেকারত্ব’ ও ‘শূন্য বর্জ্য’- এই তিনটি বৈশ্বিক সংকটের সমাধানে টেকসই ও কার্যকর ধারণা উপস্থাপন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত ‘ইকো সেন্টিনেলস বাংলাদেশ’ শুরু থেকেই স্বতন্ত্র চিন্তা, বাস্তবভিত্তিক পরিকল্পনা ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে বিচারকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে। দলের উদ্ভাবনী প্রকল্পে পরিবেশ সংরক্ষণ, পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার টেকসই পদ্ধতি তুলে ধরা হয়, যা শহর ও গ্রামীণ পর্যায়ে সহজে বাস্তবায়নযোগ্য এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ’২০ ব্যাচের শিক্ষার্থী মো. রেজওয়ানুল ইসলাম শুভ ও সাব্বির আহাম্মদ, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ’২১ ব্যাচের শিক্ষার্থী অন্তরা দাস এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. রবিউল হোসেন।

এদিকে, গত ৭ জুলাই (সোমবার) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম-এর সঙ্গে চ্যাম্পিয়ন দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য খুলনা বিশ্ববিদ্যালয়ের গৌরবকে আরও সমুন্নত করলো। আমাদের শিক্ষার্থীরা যে শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়, বরং জাতীয় ও বৈশ্বিক পর্যায়ের বাস্তব সংকটের সমাধানে চিন্তাশীল ও উদ্ভাবনী- এটি তারই প্রমাণ। বিশ্ববিদ্যালয় সবসময় এমন চিন্তাশীল উদ্যোগ ও প্রতিভাকে উৎসাহিত করে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে দলের সদস্যরা প্রতিযোগিতার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা বিশ্ববিদ্যালয়ের সহায়তা ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন দল ছাড়াও ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ’২০ ব্যাচের শিক্ষার্থী তমা দাশ এবং ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের ’২১ ব্যাচের শিক্ষার্থী মেহেনাজ আফরীন খান ঝিলিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন শিক্ষাক্রম কাঠামোয় বিএড পাঠদান 
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
অর্ধশতাধিক টিয়াপাখি অবমুক্ত, পাখি শিকারের ফাঁদ পুড়িয়ে ধ্বংস
করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮
পিআর নিয়ে জাতীয় ঐক্যের গোলটেবিল বৈঠক নতুন মাত্রা যোগ করবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
মুল্ডারের বিশ্ব রেকর্ডের টেস্ট জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকার
বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে সুযোগ হয়নি বাবর-রিজওয়ানদের
পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে রংপুরে ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম ‘ইসল ডে’ উদ্‌যাপন
টানা ভারী বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ, পানিবন্দি হাজারো মানুষ
১০