৭২ এর সংবিধানে দেশের সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি : নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৭:৩৯ আপডেট: : ২০ জুলাই ২০২৫, ১৮:০১
রোববার রাঙামাটিতে জুলাই পদযাত্রায় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। ছবি : ফেসবুক

রাঙ্গামাটি, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭২ এর সংবিধানে দেশের সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। পাহাড়ে জাতীয়তাবাদের নামে পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে।

আজ রোববার দুপুরে রাঙ্গামাটির বনরুপা সিএনজি স্টেশন চত্বরে জেলা এনসিপি আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এ সব কথা বলেন।

তিনি বলেন, ৭২ এর মুজিববাদী সংবিধানের কবর রচনা করে নতুন বাংলাদেশে রাষ্ট্রপরিচালনায় নতুন সংবিধান রচনা করতে হবে। আমরা সকল বিভেদ ঊর্ধ্বে রেখে সকল জনগোষ্ঠীর মর্যাদা দিয়ে নতুন সংবিধান তৈরি করতে চাই।

তিনি বলেন, আমরা চাই মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য সকলে মিলে নতুন একটি চুক্তিতে উপনীত হই, যাতে পাহাড় ও সমতলের অধিকার নিশ্চিত হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যে রাষ্ট্রব্যবস্থায় বহু জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির সম্মিলন থাকবে। সেখানে কোনো  নাগরিকের অধিকার ও মর্যাদার কোনো বৈষম্য থাকবে না। সে জন্য একটি নতুন সংবিধান তৈরি করতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, মুখ্য সংগঠক(উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণাঞ্চল)। 

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, দলীয় নেতা এস এম সুজা উদ্দিন,রুবাইয়া শ্রেষ্ট্রা তংচংগ্যা প্রমুখ।

পথ সভায় স্বাগত বক্তব্য দেন এনসিপির রাঙ্গামাটি জেলার প্রধান সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা। 

এর আগে  নেতৃবৃন্দ জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া, ঘাগড়া ও রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার এলাকায় এনসিপি আয়োজিত আলাদা পথ সভায় বক্তব্য রাখেন।

এনসিপি নেতারা আজ দুপুরে রাঙ্গামাটি শহরে এসে পৌঁছান। এরপর জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে পদযাত্রা শুরু  করে শহরের প্রধান সড়ক হয়ে বনরুপা সিএনজি চত্বরে এসে শেষ হয়।

পদযাত্রা শেষে শুরু হয় পথসভা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপি’র বৃক্ষরোপণ 
আগামীকাল যাত্রাবাড়ীতে মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে 
জামালপুরে আল-আকাবা সমবায় সমিতির ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি
এনডিসিতে টোকিওর নিরাপত্তা কৌশল তুলে ধরলেন জাপানের রাষ্ট্রদূত
ঠাকুরগাঁও সীমান্তে ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
সিরিয়ায় সহিংসতায় ১ লাখ ২৮ হাজারের বেশি লোক বাস্তুচ্যুত : জাতিসংঘ
বাংলাদেশের বোলিং তোপে ১১০ রানে অলআউট পাকিস্তান
জাতীয় সমাবেশে যোগদানকালে ৩ জনের মৃত্যুতে জামায়াতের আমিরের শোক
জুলাই শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ
আগামী বছর ফিরে আসছে চ্যাম্পিয়ন্স লিগ টি২০
১০