টাকা আত্মসাৎ করায় সাবেক ভূমিমন্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:৫৮
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ফাইল ছবি

চট্টগ্রাম, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ১৫ কোটি টাকা আত্মসাৎ করা ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার চট্টগ্রাম সমম্বিত জেলা কার্যালয়-১ মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাইনউদ্দিন। মামলার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম সমম্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ।

মামলার অন্য আসামিরা হলেন- সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই ও ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী (৪৬), বোন রোকসানা জামান চৌধুরী (৫৬), আফরোজা জামান চৌধুরী, ইউসিবি ব্যাংকের কর্মকর্তা আবু হেনা মো. ফখরুল ইসলাম (৪০), মোয়াজ্জেম হোসেন চৌধুরী (৫৮), জিয়াউল করিম খান (৪৬), মোহাম্মদ আব্দুল আউয়াল (৫৮), মীর মেসবাহ উদ্দীন হোসাইন (৬২), আব্দুল হামিদ চৌধুরী (৫০), বজল আহমেদ বাবুল (৫৬), সাবেক পরিচালক আখতার মতিন চৌধুরী (৭৪), এম এ সবুর (৭৭), ইউনুছ আহমদ (৭৯), নুরুল ইসলাম চৌধুরী (৬২), বশির আহমেদ (৫৫), সৈয়দ কামরুজ্জামান (৬১), মো. শাহ আলম (৬২), জোনাইদ শফিক (৬৪), কনক কান্তি সেন (৬০), অপরূপ চৌধুরী (৬৫), তৌহিদ সিপার রফিকুজ্জামান (৬৬), সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী (৬৪), আরামিট গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ মিছাবাহুল আলম (৫০), আব্দুল আজিজ (৩৯) ও শাহরিয়ার হোসেন (৪৯)। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাবেক ভূমিমন্ত্রী জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্টের কর্মকর্তা জসীম উদ্দিন চৌধুরীকে ‘রিলায়েবল ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের মালিক বানিয়ে ‘ওয়ার্কিং ক্যাপিটাল’ বাবদ ১৫ কোটি টাকা টাইম লোন ঋণ অনুমোদন করা হয় ইউসিবিএলের চট্টগ্রামের পোর্ট শাখা থেকে। সেই টাকায় আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়ামের দায় দেনা পরিশোধ করা হয়।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই ২৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে সাবেক ভুমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে আরেকটি  মামলা করেছিল দুদক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত
সরকার উৎখাতের ষড়যন্ত্র : শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
এইচএসবিসি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ডিজিটাল পোর্ট পেমেন্ট প্রক্রিয়া চালু
মহেশখালী-মাতারবাড়ি বাংলাদেশের নীল অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে
গ্রিসের বিখ্যাত ‘মুন বিচ’-এর কাছে বিতর্কিত হোটেলটির নির্মাণ বন্ধ 
চীনা কোম্পানি ডিরেকশন টেকনোলজি চট্টগ্রাম ইপিজেডে ব্লুটুথ হেডফোন তৈরি করবে
জ্বালানি খাত টেকসই করতে সময়োপযোগী নীতিমালা জরুরি : বিশেষজ্ঞরা
চট্টগ্রামে একটি চিপস কারখানাকে জরিমানা ও সিলগালা
সমুদ্রগামী জাহাজ আমদানিতে মূসক অব্যাহতির সিদ্ধান্ত
দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়ক নির্মাণে অনিয়ম, দুদকের সেম্পল সংগ্রহ 
১০