টাকা আত্মসাৎ করায় সাবেক ভূমিমন্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:৫৮
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ফাইল ছবি

চট্টগ্রাম, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ১৫ কোটি টাকা আত্মসাৎ করা ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার চট্টগ্রাম সমম্বিত জেলা কার্যালয়-১ মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাইনউদ্দিন। মামলার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম সমম্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ।

মামলার অন্য আসামিরা হলেন- সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই ও ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী (৪৬), বোন রোকসানা জামান চৌধুরী (৫৬), আফরোজা জামান চৌধুরী, ইউসিবি ব্যাংকের কর্মকর্তা আবু হেনা মো. ফখরুল ইসলাম (৪০), মোয়াজ্জেম হোসেন চৌধুরী (৫৮), জিয়াউল করিম খান (৪৬), মোহাম্মদ আব্দুল আউয়াল (৫৮), মীর মেসবাহ উদ্দীন হোসাইন (৬২), আব্দুল হামিদ চৌধুরী (৫০), বজল আহমেদ বাবুল (৫৬), সাবেক পরিচালক আখতার মতিন চৌধুরী (৭৪), এম এ সবুর (৭৭), ইউনুছ আহমদ (৭৯), নুরুল ইসলাম চৌধুরী (৬২), বশির আহমেদ (৫৫), সৈয়দ কামরুজ্জামান (৬১), মো. শাহ আলম (৬২), জোনাইদ শফিক (৬৪), কনক কান্তি সেন (৬০), অপরূপ চৌধুরী (৬৫), তৌহিদ সিপার রফিকুজ্জামান (৬৬), সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী (৬৪), আরামিট গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ মিছাবাহুল আলম (৫০), আব্দুল আজিজ (৩৯) ও শাহরিয়ার হোসেন (৪৯)। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাবেক ভূমিমন্ত্রী জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্টের কর্মকর্তা জসীম উদ্দিন চৌধুরীকে ‘রিলায়েবল ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের মালিক বানিয়ে ‘ওয়ার্কিং ক্যাপিটাল’ বাবদ ১৫ কোটি টাকা টাইম লোন ঋণ অনুমোদন করা হয় ইউসিবিএলের চট্টগ্রামের পোর্ট শাখা থেকে। সেই টাকায় আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়ামের দায় দেনা পরিশোধ করা হয়।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই ২৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে সাবেক ভুমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে আরেকটি  মামলা করেছিল দুদক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহারের আওয়ামী লীগ নেতা শেখ রুনু ও সেন্টু গ্রেফতার  
উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ
আগস্টের ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি 
পিপিআর সংশোধনের জন্য বিপিপিএ মাঠ পর্যায়ে কর্মশালা 
ইইউতে ভেটো প্রত্যাহারে হাঙ্গেরিকে চাপ দিতে ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
সিলেটে দরপত্রদাতাদের সঙ্গে পিপিআর সংশোধন নিয়ে আলোচনা বিপিপিএ’র
১০