গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৩:৫১
বৃহস্পতিবার হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত ‘জুলাই-বিয়ন্ড বাউন্ডারিজ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান। ছবি : বাসস

ঢাকা, ১ আগস্ট, ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বৃহস্পতিবার হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত ‘জুলাই-বিয়ন্ড বাউন্ডারিজ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর।

এতে বক্তব্য দেন বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স, হংকং-এর সভাপতি দেওয়ান সাইফুল আলম মাসুদ, কমিউনিটির প্রতিনিধি মো. জাফর আলী, গোলাম মোস্তফা, ড. আজাদ রহমান, মো. জহিরুল ইসলাম, মো. ইমাম হোসেন কামরুল, ফারহানা সুলতানা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হংকং-এর সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম নিজামী এবং বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, হংকং-এর সভাপতি ইমরান আল ইকরাম।

বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশে বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থানের ভূমিকা অনস্বীকার্য। তিনি জুলাই চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে সকল অংশীজনকে একসাথে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকা রেখেছিল। আর নতুন বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যেতে হবে।

তিনি মনে করেন, ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তন সম্ভব।

কনসাল জেনারেল ড. তানভীর মনসুর বলেন, জুলাই অভ্যুত্থানের আদর্শকে ধারণ করে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজে অবদান রাখতে হবে।

তিনি কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারীকে সেবাদানে জুলাই চেতনাকে ধারণ করার নির্দেশ দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কনস্যুলেটের কনসাল জাহিদুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০