মধুমতীর তীরে ভাঙন, অর্ধশতাধিক স্থাপনা বিলীন

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৪:০১

ফরিদপুর, ১ আগস্ট ২০২৫ (বাসস): জেলার আলফাডাঙ্গা উপজেলার মধুমতি নদীর ভাঙ্গনে শিকারপুর, টিটা পানাইল, কুমুরতিয়া, ইকড়াইল ও টিটা গ্রামের প্রায় অর্ধশতাধিক বাসিন্দা বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। মধুমতি পাড়ের এই বাসিন্দাদের রাতের ঘুম এখন উধাও। 

ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক বরাবর চলতি বছরের ২৬ মে এলাকাবাসীর পক্ষে স্বাক্ষরিত একটি লিখিত আবেদন করা হয়েছে। 

জানা যায়, মধুমতির পানি বাড়ায় টগরবন্দ ইউনিয়নের পাঁচটি গ্রামে তীব্র ভাঙন শুরু হয়েছে। শিকারপুর, টিটা পানাইল, কুমুরতিয়া, ইকড়াইল ও টিটা গ্রামের মধুমতি নদীর তীরবর্তী প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙন আতঙ্কে রয়েছে প্রায় সাড়ে তিনশ পরিবার। হুমকিতে পড়েছে এলাকার ১০টি জামে মসজিদ। ইতোমধ্যে ইকড়াইল গ্রামের একটি মসজিদ নদীতে গ্রাস করে নিয়েছে। ইকড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাত্র ২০ গজ দূরে রয়েছে নদী, যেকোনো মুহূর্তে ভাঙনে বিলীন হবে বিদ্যালয়টি। ভয়ে অনেক শিক্ষার্থী স্কুলে বিদ্যালয়ে যাচ্ছে না।

ভাঙনের ঝুঁকিতে রয়েছে পাঁচ গ্রামের ১০টি জামে মসজিদ, একটি কলেজ, দুইটি হাইস্কুল, চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদরাসা, একটি কমিউনিটি ক্লিনিক, একটি সাব পোস্ট অফিস, দুইটি বড় হাট ও ১০টি মাছ ও গবাদিপশুর খামার, কয়েকটি কাঁচা সড়ক, ঈদগাহ ও কবরস্থানসহ শত শত একর ফসলি জমি ও গাছপালাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। 

শিকারপুর গ্রামের বাসিন্দা হরেকৃষ্ণ মন্ডল বলেন, মধুমতি নদীর ভাঙনে এ বছর চারটি বসতঘরসহ ৬৮ শতাংশ জমি হারিয়েছেন। এখন নদীর পাড়ে অন্যের জমিতে ছাপড়া ঘর তুলে বসবাস করছেন। অবশিষ্ট কিছু ফসলি জমি আছে সেটুকু নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। 

তিনি আরো বলেন, এই বছর যেভাবে নদী ভাঙতাছে তাতে মনে হয় আমাদের যে কিছু ফসলি জমি আছে সেটাও নদীর মধ্যে চলে যাবে, তখন আমাদের পরিবার নিয়ে পথে বসতে হবে। 

একই গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন নদী ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন। দুই একর ফসলি জমি ইতোমধ্যে নদী ভাঙনে বিলীন হয়েছে। অন্য কোথায় গিয়ে বাড়ি করবে সেই জমি কেনার মতো টাকাও নেই। তারাও পরিবার নিয়েও দুশ্চিন্তার মধ্যে আছেন।

উপজেলার ইকড়াইল গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, এ বছর যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে সেটা অব্যাহত থাকলে স্বল্প সময়ের মধ্যে এই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদরাসাসহ অনেক ঘরবাড়ি বিলীন হয়ে যাবে। 

এ পর্যন্ত এই এলাকার অর্ধশত মানুষের বসতঘর বিলীন হয়ে গেছে। শত শত একর আবাদি জমি ইতোমধ্যে নদীতে চলে গেছে। অবশিষ্ট বসতঘর, ফসলি জমি, বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে। 

এলাকাবাসীর দাবি, স্বল্প সময়ের মধ্যে ভাঙন প্রতিরোধ করতে না পারলে পাঁচটি গ্রামের সব কিছু ভেঙে বিলীন হয়ে যাবে। ভাঙন প্রতিরোধে ইতোমধ্যে তারা পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেছেন। 

সরেজমিনে গিয়ে জানা যায়, গত কয়েকদিনের ব্যবধানে এ অঞ্চলে মধুমতি নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে প্রায় তিন কিলোমিটার জায়গা। এ ভাঙনে অন্তত ৪০ থেকে ৫০টি বাসতবাড়ি অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। ভাঙনের তীব্রতায় অনেকে ভিটেমাটি সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। অনেকে আশ্রয় নিয়েছেন খোলা জায়গাতে। এ অঞ্চলের মানুষ ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন। 

গত বুধবার দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী (এসডিই) সন্তোষ কর্মকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান ও উপজেলা প্রকৌশলী ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছেন। 

টগরবন্দ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় বাসিন্দা ইমাম হাচান শিপন বলেন, মধুমতিতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনও বেড়েছে। ভাঙন রোধে এখনই যদি পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে এই অবহেলিত এলাকা মধুমতি নদীতে বিলীন হয়ে যাবে। 

টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান বলেন, ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর চলতি বছরের ২৬ মে এলাকাবাসীর পক্ষ থেকে বাঁধ নির্মাণ করার জন্য লিখিত আবেদন করা হয়েছে। উপজেলা প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে। 

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, নদী ভাঙন এলাকা গত বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের লোক নিয়ে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। ফরিদপুর থেকে গতকাল বৃহস্পতিবার আবারও পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র কর্মকর্তারা আসবেন। আশা করছি কয়েকদিনের মধ্যে ভাঙন প্রতিরোধে কাজ শুরু হবে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি অধ্যাপক জাহাঙ্গীর আলমের মরদেহ দেশে পৌঁছেছে
জুলাই অভ্যুত্থানে খুবি অনলাইন প্ল্যাটর্ফমগুলো জোরালো ভূমিকা রেখেছে : উপাচার্য
জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ : রিজভী
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
রাজশাহী কলেজ অ্যালামনাইয়ের ‘গেট টুগেদার’ ঢাকায় অনুষ্ঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার-৬
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার, দেশবাসীর দোয়া কামনা
বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালকের বৈঠক
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানো দেশের জন্য ভালো খবর : মির্জা ফখরুল
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেপ্তার
১০