রাজধানীতে ডাকাতির ঘটনায় ৮ জন গ্রেফতার 

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৯:১০

ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর শাহবাগ এলাকায় ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মিন্টু হালদার (৪২), মো. নাজমুল হাসান, নির্মল হালদার (৩৭),  সালাউদ্দিন (৩৫), মো. দেলোয়ার হোসেন সিকদার (৫৫), সৈয়দ শামীম হোসেন (৪৫), পবিত্র পাল (৩৮) ও বলরাম চন্দ্র পাল (৩৭) । 

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই দুপুরে রঞ্জন চন্দ্র সিংহ নামে এক ব্যক্তি পায়ে হেঁটে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের কাছাকাছি পৌঁছলে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা লোক দেখতে  র‌্যাবের পোশাকের মতো পোশাক (নকল পোশাক) পরে তাকে জোরপূর্বক একটি সাদা রঙের মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। 

এসময় তিনি তাদের হাত থেকে বাঁচতে নগদ টাকা ও স্বর্ণালংকার ভর্তি ব্যাগ রাস্তায় ছুঁড়ে ফেলেন। এসময় ডাকাত দলের লোকজন ধাক্কা দিয়ে তার ব্যাগটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই ব্যাগে নগদ ৪ লাখ টাকা ও প্রায় ১১ ভরি স্বর্ণালংকার ছিল। পরবর্তীতে এ ঘটনায়  রঞ্জন চন্দ্র সিংহের অভিযোগের প্রেক্ষিতে ৩১ জুলাই ২০২৫ শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, ওই ঘটনার প্রেক্ষিতে শাগবাগ থানার একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার সকাল ৮টায় শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত তিনটি ইউনিফর্ম (নকল শার্ট), প্যান্ট, দুইটি হ্যাঙ্গিং ব্যাজ, চারটি সোল্ডার ব্যাজ, ছয়টি র‌্যাঙ্ক ব্যাজ, একটি লেনিয়ার্ড, একটি টিউনিং হ্যাঙ্গিং ব্যাজ, একটি ক্যাপ, ১১টি মোবাইল ফোন, দুইটি খেলনা পিস্তল, দুইটি হ্যান্ডকাফ, দুইটি সিগন্যাল লাইট, একটি হিরো স্কুটি  উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা রাজধানীর তাঁতিবাজার স্বর্ণপট্টি এলাকায় আগত স্বর্ণ ব্যবসায়ীদের অনুসরণ করে সুবিধাজনক স্থানে পথরোধ করে ডাকাতি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং অন্যান্য পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে: এম সাখাওয়াত হোসেন 
পোপ লিও’র নেতৃত্বে নৈশপ্রার্থনায় সমবেত হচ্ছেন ১০ লাখ তরুণ
গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন : মেজর হাফিজ
স্বাধীনতার দুশমনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক
আহত জুলাই যোদ্ধাদের ১৫৫৮ জনের তালিকার গেজেট প্রকাশ 
‘জুলাই শহীদদের মায়েরা চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন’
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট গণমিছিল সফল করতে আহ্বান জামায়াতের
আনোয়ারায় সাপের কামড়ে কিশোরীর মৃত্যু
জয়পুরহাটে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ 
রোমে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন
১০