শাহবাগে জুলাই যোদ্ধাদের পক্ষে-বিপক্ষে মারামারিতে দেশের মানুষ ব্যথিত হয়েছে : এ্যানি

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৯:১৯
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শনিবার লক্ষ্মীপুরে বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শনকালে বক্তব্য দেন। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজধানীর শাহবাগে জুলাই যোদ্ধাদের পক্ষে-বিপক্ষে মারামারি দেশের মানুষকে ব্যথিত করেছে।

তিনি আজ দুপুরে জেলার সদর উপজেলার চাঁদখালী উচ্চ বিদ্যালয় মাঠে লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শনকালে এ কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, পহেলা আগস্টে শাহবাগে জুলাই যোদ্ধারা পক্ষে-বিপক্ষে মারামারি করে। এতে আমরা ব্যথিত হই, দেশের মানুষ ব্যথিত হয়, আশাহত হয়। দুভোর্গ এই জাতির। এটা কষ্টের, এটা দীর্ঘ লড়াই ও সংগ্রামের। জুলাই যোদ্ধা, নামে জুলাই যোদ্ধা। প্রকৃত পক্ষে শাহবাগে যেটা হয়েছে, এটাকে দেশের মানুষ কি বলবেন? জুলাই যোদ্ধা কি এটা করতে পারে? পারে না? শুধু কি শাহবাগে জুলাই যোদ্ধা ছিল? না সারাদেশের জুলাই যোদ্ধা ছিল? অবশ্যই সারা দেশের মানুষ জুলাই যোদ্ধা ছিল।

তিনি আরো বলেন, কিছু সংখ্যক জুলাই যোদ্ধার মারামারি আমাদের আহত করে। আমরা যদি তাদের কারণে কষ্ট পাই। দেশের মানুষও কষ্ট পায়। তাহলে স্বাভাবিক কারণে ফ্যাসিস্ট সুযোগ পায়। সকলে মিলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি, সংগ্রাম-লড়াই করেছি। এই লড়াই করতে গিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুকে হত্যা করা হয়েছে। হত্যার শিকার হয়েছে ছাত্র-জনতা। বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম-খুন ও হত্যার শিকার হয়েছে। আন্দোলনের কারণে স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, পালিয়ে গেছে। কিন্তু সারা বাংলাদেশের সব যোদ্ধারা এক এবং ঐক্যবদ্ধ ছিলাম। এখন কি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো না? অবশ্যই ঐক্যবদ্ধ থাকতেই হবে।

সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও জেলা বিএনপি নেতা ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে: এম সাখাওয়াত হোসেন 
পোপ লিও’র নেতৃত্বে নৈশপ্রার্থনায় সমবেত হচ্ছেন ১০ লাখ তরুণ
গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন : মেজর হাফিজ
স্বাধীনতার দুশমনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক
আহত জুলাই যোদ্ধাদের ১৫৫৮ জনের তালিকার গেজেট প্রকাশ 
‘জুলাই শহীদদের মায়েরা চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন’
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট গণমিছিল সফল করতে আহ্বান জামায়াতের
আনোয়ারায় সাপের কামড়ে কিশোরীর মৃত্যু
জয়পুরহাটে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ 
রোমে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন
১০