সার্ক কর্মশালায় আঞ্চলিক খাদ্য সুরক্ষা ও বাণিজ্য বৃদ্ধিতে রূপরেখা প্রণয়নের ওপর জোর

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৯:২০
ছবি: সার্ক কৃষি কেন্দ্রের ফেসবুক পেইজ

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস): দক্ষিণ এশিয়ায় কৃষিপণ্যের আঞ্চলিক বাণিজ্য ও খাদ্য নিরাপত্তা মানদণ্ড সমন্বয়ের লক্ষ্যে নেপালে শুরু হয়েছে তিন দিনব্যাপী সার্ক কর্মশালা। 

‘দক্ষিণ এশিয়ায় একীভূত খাদ্য নিরাপত্তা মানদণ্ডের মাধ্যমে কৃষিপণ্যের আঞ্চলিক বাণিজ্য ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উন্নয়ন’ শীর্ষক এ কর্মশালা যৌথভাবে আয়োজন করেছে সার্ক কৃষি কেন্দ্র, নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) দক্ষিণ এশিয়া কার্যালয়।

বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। কর্মশালার মূল লক্ষ্য হলো- দক্ষিণ এশিয়া অঞ্চলে পুষ্টিসমৃদ্ধ খাদ্যের মান একীভূত করে আঞ্চলিক বাণিজ্য জোরদার করা, পুষ্টি ঘাটতি দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা এবং বৃহৎ পরিসরে খাদ্য পরিপুষ্টকরণ কর্মসূচি বাস্তবায়নে সমন্বিত রূপরেখা প্রণয়ন।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব (কৃষি উন্নয়ন) ড. গোবিন্দ প্রসাদ শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার, সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ এবং জাতিসংঘ শিশু তহবিলের আঞ্চলিক পুষ্টি উপদেষ্টা ড. জিভাই মুরিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপালের কৃষি বিভাগের মহাপরিচালক প্রকাশ কুমার সাঞ্জেল। কর্মশালাটি সমন্বয় ও বাস্তবায়ন করেন সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র কর্মসূচি বিশেষজ্ঞ (পশুপালন) ড. মো. ইউনুস আলী।

তিন দিনব্যাপী এ কর্মশালায় সার্কভুক্ত দেশগুলোর প্রায় ৪৫ জন প্রতিনিধি, কৃষি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, পেশাজীবী ও শিক্ষাবিদ অংশ নিচ্ছেন। উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেপালের সাবেক কৃষি সচিব ড. জীবন প্রভা লামা। তিনি দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তা মানদণ্ড একীভূত করার মাধ্যমে কৃষিপণ্যের আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালার শেষে আঞ্চলিক কৃষি বাণিজ্য জোরদার ও খাদ্য পরিপুষ্টকরণ কর্মসূচি শক্তিশালী করতে নীতি-সুপারিশ ও কর্মপরিকল্পনা গ্রহণের কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
খুলনায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ
বাংলাদেশি যুবকদের দক্ষতা প্রশিক্ষণে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বরিশালে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হস্তান্তর করল জাপান
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
১০