কুমিল্লায় জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে আলোচনাসভা ও হামদ-নাত 

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২০:৩৬
কুমিল্লায় জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে আলোচনাসভা ও হামদ-নাতের আয়োজন করা হয়। ছবি: বাসস

কুমিল্লা, ২৭ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত, ইসলামি সংগীত, আবৃত্তি ও দোয়া- মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ বুধবার বিকেলে কবি নজরুল ইনস্টিটিউটের কুমিল্লা কেন্দ্রে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে নজরুল পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, সংগীতশিল্পী ইশতিয়াক আহম্মেদ পল্লব, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, নজরুল গবেষক পীযুষ কুমার ভট্টাচার্য্য, এবি পার্টির কুমিল্লা জেলার আহ্বায়ক জি এম সামদানী, কুমিল্লা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া শাখার সভাপতি নজির আহমেদ এবং সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব প্রমুখ বক্তব্য রাখেন ।

অনুষ্ঠান পরিচালনা করেন কবি নজরুল ইনস্টিটিউটের কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী কণ্ঠস্বর, তিনি একাধারে প্রেমের কবি, আবার শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামী কবি। তাঁর জীবন ও সাহিত্যকর্ম প্রজন্মকে ন্যায়, সাম্য ও ভালোবাসার পথে পরিচালিত করে।

অনুষ্ঠানে ইসলামি সংগীত, হামদ-নাত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ
ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি জটিলতা : সমাধান চায় ডিকেআইবি
ডেঙ্গুতে আজ ৪৩০ জন আক্রান্ত
সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
ফ্যাসিস্ট হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছেন: রিজভী
আইভরি কোস্টে প্রেসিডেন্ট পদে লড়তে চান ৬০ জন
আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৫
পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর: পিরোজপুর জেলা প্রশাসক
১০