প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত: দুর্যোগ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৪:২০ আপডেট: : ০১ নভেম্বর ২০২৫, ১৮:২৪
মুক্তিযোদ্ধা এবং দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম শুক্রবার চট্টগ্রামে 'দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির' ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন। ছবি : পিআইডি

ঢাকা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত।

শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরের সিনিয়র্স ক্লাবে 'দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির' ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রবীণদের প্রতি রাষ্ট্র প্রয়োজনীয় মনোযোগ দিতে পারেনি। তাই তারা সমাজে উপেক্ষিত হয়েছেন, অবহেলার শিকার হয়েছেন। এই দায় আমাদেরকেই নিতে হবে। কারণ এই রাষ্ট্র ও সমাজ আমরাই তৈরি করেছি।

তিনি আরও বলেন, আমাদের দেশে অবসর গ্রহণের পর রাষ্ট্র থেকে তো পরিত্যক্ত হনই, অনেকে সমাজ এমনকি পরিবার থেকেও পরিত্যক্ত হয়ে পড়েন। 

ফারুক ই আজম বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনারা সংঘবদ্ধ হয়ে প্লাটফর্ম তৈরি করেছেন। এখন প্রবীণদের জন্য আওয়াজ তুলতে পারবেন।

উপদেষ্টা বলেন, আমাদের সমাজে ভিলেনরা সবাই নায়ক হয়ে গেছিল। সেসব কালো অধ্যায় যাতে আর না দেখি, সেই পদক্ষেপ নিতে হবে। পরবর্তী প্রজন্মকে একটি সুস্থ এবং বাসযোগ্য সমাজ উপহার দিয়ে যেতে হবে। সব বিভেদ মিটিয়ে সামাজিক মেলবন্ধন তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদে দু’জন ছাড়া, সকলেই প্রবীণ। জাতির ক্রান্তিকালে আমরা এ দায়িত্ব নিয়েছিলাম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির’ সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক। 

আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দিলীপ কান্তি দাশ, সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল হক আনসারী, সহ সভাপতি ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দিন চৌধুরী ও লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা ডা. মাহবুবুল হক চৌধুরী, আজীবন সদস্য লায়ন নুরুল আলম, লায়ন আহসান, মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সাংবাদিক মঈনুদ্দীন কাদেরী শওকত, ডা. দুলাল দাশ, লায়ন আবদুস সামাদ খান, লায়ন জাহাঙ্গীর মিঞা, মীর মোজাফ্ফর হোসেন, লায়ন স্বপন কুমার পালিত প্রমুখ।

এম এ মালেক বলেন, মানুষ চাইলে সবই করতে পারে। তবে তার জন্য চেষ্টা করতে হবে। বয়স একটি সংখ্যামাত্র। মনের দিক থেকে যাতে বুড়িয়ে না যাই সবার সেই চেষ্টা করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে মাঝারি ধরনের ভারী বর্ষণের শঙ্কা
নেত্রকোণায় ভারতীয় কম্বলসহ পাচারকারী আটক  
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
খুলনায় এপিবিএনের পরিচ্ছন্নতা অভিযান
ল্যুভরে চুরি : আরও ২ সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
যুদ্ধবিধ্বস্ত পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কে বিশেষ বাহিনী মোতায়েন ইউক্রেনের
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
কলাপাড়ায় কৃষক বাজারে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
দুই বছর পর স্কুলে ফিরতে শুরু করেছে গাজার শিশুরা 
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় ৪ জন নিহত
১০