নির্বাচনে গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ বিষয়ে ইসি কর্মকর্তাদের প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৮:৪১
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন প্রক্রিয়ায় গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ, স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালীকরণের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ইসি প্রশিক্ষকদের ‘মিডিয়া ইন ইলেকশন: ইফেক্টিভ কমিউনিকেশন উইথ জার্নালিস্ট এন্ড মিডিয়া এনগেজমেন্ট ফর ট্রান্সফারেন্সি, ট্রাস্ট এন্ড ডেমোক্রেসি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)-এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ইউএনডিপি’র সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞারা কর্মকর্তাদের এই প্রশিক্ষণ দেন।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, ‘জাতিসংঘ বাংলাদেশের সহায়তায় এই কর্মসূচি আয়োজিত হয়। যা বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রশিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ, সংকটকালীন তথ্য ব্যবস্থাপনা এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনআস্থা বৃদ্ধির কৌশল সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।’

রুহুল আমিন মল্লিক জানান, এই কর্মসূচি বাস্তবায়নে সহায়তা প্রদান করেছে জাপান, জাতিসংঘ, যুক্তরাজ্য, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, অস্ট্রেলিয়া, নরওয়ে ও সুইডেন।

এই উদ্যোগটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থাপনা গড়ে তোলার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে ইসির কর্মকর্তারা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
কলাপাড়ায় কৃষক বাজারে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
দুই বছর পর স্কুলে ফিরতে শুরু করেছে গাজার শিশুরা 
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় ৪ জন নিহত
কেনিয়ার ভূমিধসে ২১ জনের প্রাণহানি, নিখোঁজ ৩০ 
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১০