
লক্ষ্মীপুর, ২ নভেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রদলকে নতুনভাবে গড়ে তুলতে হবে। শুধু প্রতিবাদ-সংগ্রাম নয়, সময় ও প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে ছাত্ররাজনীতিকে আধুনিক ধারায় পরিচালনা করাই এখন সময়ের দাবি।
আজ রোববার দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, গত ১৭ বছর ধরে ছাত্রদল প্রকৃত অর্থে শিক্ষার্থীদের জন্য রাজনীতি করতে পারেনি, কারণ এই দীর্ঘ সময়ে তারা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে অবিরাম আন্দোলন ও প্রতিবাদে ব্যস্ত ছিল।
তিনি আরও বলেন, আমাদের হাজারো নেতাকর্মী গুম-খুন, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। শুধু জুলাই আন্দোলনেই শহীদ হয়েছেন ১৪২ জন ছাত্রদল নেতা-কর্মী। এই ত্যাগ ও রক্তের বিনিময়ে আজকের ছাত্রদল দাঁড়িয়ে আছে, কিন্তু এর ফলে সংগঠনের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম ব্যাহত হয়েছে।
এসময় বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, এখন আইটির যুগ, বিজ্ঞানের যুগ। শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় কী দেখতে চায়, কী জানতে চায়—তা ছাত্রদলকে বুঝতে হবে।
শিক্ষার্থীদের আগ্রহ, চিন্তা ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ছাত্রদলের বার্তা পৌঁছে দিতে হবে।
ছাত্রদলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এ্যানি বলেন, আরেকটি ছাত্রসংগঠন আছে, যেটিকে মানুষ এখন ‘হেলমেট বাহিনী’ হিসেবে চেনে। ছাত্রদল যেন কখনো সেই পথে না যায়। ছাত্রদলের রাজনীতি হতে হবে আদর্শনির্ভর, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রদল একসময় স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। সেসময়ে দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদল বিজয়ী হয়েছিল। সেই ঐতিহ্য ও গণআস্থা ধরে রাখতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক। তাদের চাহিদা ও স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। সামনে জাতীয় নির্বাচন- এই সময়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।
কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি মেহেরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও জেলা বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন হ্যাপী, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আজিম হোসাইন হারুন ও শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীনবরণ সম্পন্ন হয়।