
ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস): নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ ও ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ ও ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পলিথিন উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে র্যাব ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। সম্প্রতি র্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-২ সেখানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আজ র্যাব-২ এর একটি দল কারওয়ান বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান মোবাইল কোর্টের মাধ্যমে ২টি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে জনস্বার্থে ভবিষ্যতে পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত না করার জন্য মৌখিকভাবে নির্দেশনা দেন। ভবিষ্যতেও র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে।