রাজধানীতে নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় জরিমানা: ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ২১:১৪

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস): নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ ও ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ ও ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পলিথিন উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে র‌্যাব ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। সম্প্রতি র‌্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ সেখানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আজ  র‌্যাব-২ এর একটি দল কারওয়ান বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান মোবাইল কোর্টের মাধ্যমে ২টি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে জনস্বার্থে ভবিষ্যতে পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত না করার জন্য মৌখিকভাবে নির্দেশনা দেন। ভবিষ্যতেও র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে।    

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০