রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পঞ্চম বিভাগীয় কার্যালয়ের যাত্রা শুরু

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৩:১১
রংপুর জেলায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পঞ্চম বিভাগীয় কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ছবি: বাসস

রংপুর, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পঞ্চম বিভাগীয় কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর মাধ্যমে উত্তরাঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে রংপুরের গুরুত্বপূর্ণ অবস্থান ঘোষিত হলো। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে এক ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম এবং রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) মো. আবু জাফর।

রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেন (উপসচিব)।

জানা যায়, ১৮৬১ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া গঠনের মাধ্যমে এই উপমহাদেশে প্রত্নতত্ত্বের কার্যক্রম শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশে এর প্রধান কার্যালয় ঢাকায় স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে বিভাগীয় পুনর্বিন্যাসের মাধ্যমে ঢাকা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে চারটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। চার দশকেরও বেশি সময় পর এবার পঞ্চম আঞ্চলিক কার্যালয় হিসেবে রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যক্রমের সূচনা হলো।

বিভাগীয় কমিশনার আবু জাফর (ভারপ্রাপ্ত) বলেন, রংপুর বিভাগের আটটি জেলাই ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ।  কিন্তু সংরক্ষণের জন্য সরকারের তেমন পদক্ষেপ ছিল না। প্রত্নতত্ত্ব অধিদপ্তর উদ্বোধনের মধ্য দিয়ে একটি নতুন দিগন্তের সূচনা হলো। আশা করছি, উত্তরাঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে এই কার্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে দুস্থদের সহায়তা দিল সেনাবাহিনী
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই
স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ব্যয়বহুল মেগা প্রকল্পের পরিবর্তে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় মনোযোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার
১৫ নভেম্বরের মধ্যে এনসিপি’র প্রার্থী তালিকা প্রকাশ করা হবে : নাহিদ ইসলাম
খুলনায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সাতক্ষীরায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রিং শাইন টেক্সটাইলের চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালকের প্রতিষ্ঠানের বিও একাউন্ট অবরুদ্ধ
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই: জামায়াত আমির
৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন
১০