খিলগাঁওয়ের শিক্ষানুরাগী আলী আহমদ আর নেই

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৭:২৫ আপডেট: : ১২ নভেম্বর ২০২৫, ১৮:৫১
শিক্ষানুরাগী আলী আহমদ। কোলাজ : বাসস

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর খিলগাঁওয়ে গোড়ান আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ আলী আহমদ আর নেই। 

পরিবারসূত্রে জানা যায়, তিনি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। আলহাজ আলী আহমদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি তিন পুত্র ও চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বুধবার বাদ জোহর গোড়ান আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মাঠ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

খিলগাঁওয়ের গোড়ানে তিনি ছিলেন শিক্ষাবিস্তারে অন্যতম অগ্রদূত। তার উদ্যোগে প্রতিষ্ঠিত আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য তিনি স্থানীয়ভাবে ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। তার নামাজে জানাজায় হাজারো মানুষের উপস্থিতি, তা প্রমান করে।

শিক্ষানুরাগী আলী আহমদের মৃত্যুতে স্থানীয় শিক্ষাবিদ, সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডোমারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
বিসিএস (প্রশাসন) সমবায় তহবিলের অর্থ আত্মসাৎ: দুদকের অনুসন্ধান শুরু
পে স্কেলের শক্তিশালী কাঠামো নিশ্চিতের ওপর জোর দিয়েছে সরকার: ড. সালেহউদ্দিন
ডিএসইতে ব্যাপক দরপতন, লেনদেন কমেছে
শেরপুরে তিনটি বেকারিকে জরিমানা
অক্টোবরের সেরা দুই দক্ষিণ আফ্রিকান মুথুসামি-উলভার্ট
আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত সরকারের
ইসরাইলের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন গাজা যুদ্ধবিরতির আলোচক ডারমার
ভয়াল ১২ই নভেম্বর পালনে ভোলায় আলোচনা সভা 
নিবন্ধিত ফ্ল্যাট বা জমি পুনর্বিক্রয় ও হস্তান্তরে অনুমোদন ফি নিষিদ্ধ করেছে সরকার
১০