নির্বাচন বানচালের জন্য দেশী-বিদেশি ষড়যন্ত্র চলছে: নুর

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৯:২৪
বুধবার হবিগঞ্জ-৩ আসনের দলীয় প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমানের সমর্থনে জেলা গণঅধিকার পরিষদ এক নির্বাচনী সভায় কথা বলেন নুরুল হক নুর। ছবি: বাসস

হবিগঞ্জ, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস): গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামী নির্বাচন বানচালের জন্য দেশী-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

তিনি আজ বুধবার হবিগঞ্জে নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। স্থানীয় পৌরসভা মাঠে হবিগঞ্জ-৩ আসনের দলীয় প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমানের সমর্থনে জেলা গণঅধিকার পরিষদ এক নির্বাচনী সভার আয়োজন করে।

এ সময় নূর বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশ বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে গণভোট ও জাতীয় নির্বাচনের দুটি আলাদা ভোট গ্রহণের বাস্তবতা নেই। আমরাসহ অনেক রাজনৈতিক দল একমত হয়েছে- জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার জন্য একই সঙ্গে জাতীয় নির্বাচনের সময় গণভোট আয়োজন করা যেতে পারে।

জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা গণঅধিকার পরিষদ কোনো জোটে যাব না। ইতোমধ্যে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছি।’

সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মিজু, উচ্চতর পরিষদের সদস্য হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, তাহমিদ হাসান, হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হলেন সুপ্রিম কোর্টের ১৯ আইনজীবী
জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে: তারেক রহমান 
ইসলামিক সলিডিরাটি গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের পদক নিশ্চিত
শেরপুরে পাট চাষীদের প্রশিক্ষণ 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৪০০ মামলা
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
বিদেশি নাগরিকদের কর্ম অনুমতি ও নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া সহজ করতে বিডা’র মতবিনিময়
প্রধান উপদেষ্টা আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন
জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির ভোট ২৯ নভেম্বর 
খুলনায় ট্রেড লাইসেন্স নবায়নের সময় বাড়লো
১০