সাভারে অভিযানকালে অবৈধ ইটভাটা বন্ধ এবং জরিমানা আদায়

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৯:৪৩

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস): বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে সাভার উপজেলা জুড়ে পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় অবস্থিত মেসার্স এ বি এম অ্যান্ড কোং ইটভাটা চালু অবস্থায় পাওয়া গেলে ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট গুড়িয়ে ফেলা হয়।

একইসঙ্গে ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি এলাকার এ বি এন ব্রিকস এবং চাপড়া এলাকার এইচ এম বি স্টার ব্রিকস নামক দুটি ইটভাটার চিমনি সম্পূর্ণরূপে ভেঙে কার্যক্রম বন্ধ করে প্রতিটিকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়াও একই এলাকায় অবস্থিত মেসার্স এম এইচ এস ব্রিকস নামক ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে সংশ্লিষ্ট সকল ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়।

অন্যদিকে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের দায়ে আজ পঞ্চগড় জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২টি মামলায় ৪ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় এবং ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একইসঙ্গে বাজার ও দোকান মালিকদের সতর্কতামূলক বার্তা প্রদান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া, যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন রোধে ঢাকার লালবাগ এলাকায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৫টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুসারে ঢাকার শ্যামলী এলাকা ও পঞ্চগড় জেলায় ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৪টি মামলায় ১১ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় এবং ৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ রোধে আজ ঢাকা মহানগরের আফতাবনগর, বসিলা, নারায়ণগঞ্জ, পঞ্চগড়, মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় ৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১০টি মামলায় ২২ হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক এবং নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
ঘানায় সেনা নিয়োগের বাছাইয়ে পদদলিত হয়ে নিহত ৬
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৬.৪ শতাংশ প্রবৃদ্ধি
নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে দায়িত্বশীল থাকার আহ্বান এফবিসিসিআই'র
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট শুরু
আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হলেন সুপ্রিম কোর্টের ১৯ আইনজীবী
জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে: তারেক রহমান 
ইসলামিক সলিডিরাটি গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের পদক নিশ্চিত
শেরপুরে পাট চাষীদের প্রশিক্ষণ 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৪০০ মামলা
১০