বাসে অগ্নিসংযোগকালে ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে ১ জনের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১১:১১

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীতে বাসে অগ্নিসংযোগকালে জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে মৃত্যু হয়েছে এক দুষ্কৃতকারীর। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। 

রাজধানীর শাহ আলী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উত্তর নবাবেরবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে রাস্তায় পার্ক করে রাখা একটি বাসে প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগ করে কয়েক যুবক। সেসময় তারা মোবাইল ফোনে এই দৃশ্যের ভিডিও ধারণ করছিল।

বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তারা দুষ্কৃতকারীদের ধাওয়া করে এবং একজনকে হাতেনাতে আটক করে।

এ সময় তাদের একজন ভয়ে নিকটবর্তী তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

সাঁতার না জানায় নদীতে ঝাঁপ দেওয়া দুষ্কৃতকারী ডুবে যায়। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তখন এলাকাবাসী তাদের হাতে আটক দুষ্কৃতিকারীকে পুলিশে সোপর্দ করে।

প্রাথমিকভাবে জানা যায়, জনতার ধাওয়া খেয়ে পানিতে ডুবে নিহত দুষ্কৃতকারীর নাম সাইয়াফ (১৮)। গ্রেফতারকৃত অপরজন রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (শুক্রবার) এ তথ্য জানানো হয়।

নাশকতামূলক এই ঘটনায় পলাতক অপর দুষ্কৃতিকারীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১২ ঘণ্টা পর ১৫৩ ফিলিস্তিনিকে বিমানে থেকে নামতে দিয়েছে দক্ষিণ আফ্রিকা
নড়াইলে মাসুদ রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও সেমিনার 
পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়া
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর বৈঠক: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
ঐতিহ্যবাহী উরুন-গাইনের চাহিদা কমলেও টিকে আছে
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী
রাজশাহীতে ছাত্রলীগের ২ নেতাসহ গ্রেপ্তার ২৪
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, গ্রেপ্তার ১ 
ঢাবিতে ‘আর্ট ফর ইক্যুয়ালিট' ওয়ার্কশপ
১০