জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে আনা রিট খারিজ 

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৯
ফাইল ছবি

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 

আজ বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজ উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। 

আদেশের বিষয়ে রিটের পক্ষের আইনজীবী মো. ইয়ারুল ইসলাম বলেন, ‘আদালত বলেছেন- এখন দেশের মানুষ নির্বাচনমুখি, এই রিট এই সময়ে উপযোগী নয়। তখন আমি দেশের বৃহত্তর স্বার্থে রিটটি শুনানি করব না বলি। এরপর আদালত রিটটি উত্থাপিত হয়নি (নট প্রেস রিজেক্ট) মর্মে খারিজ করে দেন।’ 

নিবিন্ধিত রাজনৈতিক দল ‘বাংলাদেশ কংগ্রেস’র পক্ষে গত ৩ ডিসেম্বর রিট আবেদনটি করেন দলটির মহাসচিব মো. ইয়ারুল ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডিসি-ইউএনও নিয়োগ না দিয়ে জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ দিতে রুল ও নির্দেশনা চাওয়া হয়। আর প্রাথমিক শুনানির পর হাইকোর্ট যদি রুল জারি করেন, তবে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সমস্ত কার্যক্রম স্থগিত চাওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
আবু হায়দারের সেঞ্চুরির পরও হার দিয়ে অভিষেক মৌসুম শেষ ময়মনসিংহের
চাঁপাইনবাবগঞ্জে অদম্য নারীদের সম্মাননা প্রদান
সাতক্ষীরায় আমন ধান নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া দিবস পালিত
রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো অধিকার নেই কিয়েভের : জেলেনস্কি
শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা
রংপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় বেগম রোকেয়াকে স্মরণ, জন্ম-মৃত্যুদিবসে তিন দিনব্যাপী কর্মসূচি
৭ দেশের প্রবাসীদের জন্য বৈদেশিক ঠিকানা সংশোধনের সময় বাড়ালো নির্বাচন কমিশন
১০