
ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সরকার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর ও বগুড়া জেলার চারটি এলাকাকে ‘বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা’ হিসেবে ঘোষণা করার অনুমোদন দিয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত বন্যপ্রাণী পরামর্শ বোর্ডের ৪১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বন্যপ্রাণী পরামর্শ বোর্ড গঠিত হয়েছে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী। এটি পুরোনো আইন প্রতিস্থাপন করে গঠিত হয় এবং বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও বন সংরক্ষণ, উন্নয়ন ও ব্যবস্থাপনায় সরকারকে নীতি, সংরক্ষিত এলাকা এবং অবৈধ বাণিজ্য প্রতিরোধ বিষয়ে পরামর্শ দেয়।
সভায় পাঁচ জেলার জেলা প্রশাসকদের পক্ষ থেকে ‘বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা’ ঘোষণার জন্য ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হয়।
এর মধ্যে রাজশাহীর পদ্মা চরের শিমলা পার্ক এবং গোদাগাড়ী উপজেলার বাবু ডাইং এলাকার জন্য দুটি প্রস্তাব দেওয়া হয়।
অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার বাবু ডাইং ট্যুরিজম অ্যান্ড পিকনিক স্পট; রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ভাড়ারদহ বিল ও পাটোয়া কামড়ি বিল এবং বগুড়া জেলার শেরপুর উপজেলার বড়বিলা বিল।
এছাড়া ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আরাকুল মৌজায় অবস্থিত জীববৈচিত্র্য-সমৃদ্ধ একটি এলাকা সংরক্ষণের প্রস্তাব দেওয়া হলেও তা অনুমোদন পায়িনি।
সভায় সিদ্ধান্ত হয়, এই ঘোষণার আওতায় শুধু সরকারি খাসজমির অন্তর্গত এলাকাগুলোই আনা হবে, ব্যক্তিমালিকানাধীন জমি এর বাইরে থাকবে।
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ভাড়ারদহ বিল ও পাটোয়া কামড়ি বিল সরকারি খাস জমির অন্তর্ভুক্ত হওয়ায়, পুরো বিলকে ‘বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা’ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকরা ব্যক্তিমালিকানাধীন ও ইজারাকৃত জমির জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে জমির মালিক ও অন্যান্য অংশীজনদের নিয়ে এক বা একাধিক কর্মশালা আয়োজন করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।