বাসস
  ১৭ নভেম্বর ২০২৩, ২০:২৭

পিসিবির  প্রধান নির্বাচক হলেন রিয়াজ 

করাচি, ১৭ নভেম্বর ২০২৩ (বাসস) : জাতীয় দলের  নতুন প্রধান নির্বাচক হিসেবে  দেশটির সাবেক বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজকে  নিয়োগ দিয়েছে  পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 
বিশ্বকাপ চলাকালীন সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক সরে দাঁড়ালে  পাকিস্তানের প্রধান নির্বাচকের পদটি শূণ্য হয়ে পড়ে।  
বিশ^কাপের লিগ পর্ব থেকে পাকিস্তানের মিশন শেষ হবার পর প্রধান নির্বাচক হিসেবে রিয়াজকে বেছে নিয়েছে পিসিবি। 
নতুন দায়িত্ব পেয়ে গর্বিত  ৩৮ বছর বয়সী রিয়াজ বরেন, ‘আমি জাতীয় পুরুষ  ক্রিকেট দলের নির্বাচন কমিটির প্রধানের দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছি। আমাকে এই গুরুদায়িত্ব দেয়ার জন্য পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
নির্বাচক হিসেবে রিয়াজের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ। আগামী ১৪ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ১২ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের রয়েছে পাকিস্তানের। 
২০০৮ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৯১ ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টিতে সর্বমোট ২৩৭টি উইকেট নিয়েছেন রিয়াজ। গত আগষ্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।