বাসস
  ১৯ নভেম্বর ২০২৩, ১৪:১৩

জিব্রালটারের জালে ফ্রান্সের ১৪ গোল, ইউরোর টিকেট পেল নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, রোমানিয়া

প্যারিস, ১৯ নভেম্বর ২০২৩ (বাসস/এএফপি) : ইউরো বাছাইপর্বে ১০ জনের জিব্রালটারকে ১৪-০ গোলে বিধ্বস্ত করে রেকর্ড গড়েছে ফ্রান্স। গতকালের  ম্যাচে কিলিয়ান এমবাপ্পে হ্যাট্রিক করেছেন। এছাড়া নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে ইউরোর চূড়ান্ত পর্বের টিকেট পেয়েছে নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও রোমানিয়া। 
নিজেদের ঘরের মাঠে ফ্রান্স ইউরোপীয়ান বাছাইপর্বে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়েছে। 
৩ মিনিটে ইথান সান্তোসের আত্মঘাতি গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ফরাসিদের। পরের মিনিটে মার্কোস থুরামের পর ১৭ বছর বয়সী ওয়ারেন জাইরে-এমেরির গোলে ১৬ মিনিটেই ৩-০ গোলের লিড পায় ফরাসিরা। কিন্তু ২০ মিনিটে গোঁড়ালির ইনজুরির কারনে পিএসজির মিডফিল্ডার জাইরে-এমেরি মাঠ ত্যাগে বাধ্য হন। ১৮ মিনিটে লাল কার্ড দেখে সান্তোস মাঠের বাইরে চলে গেলে ১০ জনের দলে পরিণত হয় জিব্রালটার। একজন কম নিয়ে খেলে নিজেদের আর প্রতিরোধ করতে পারেনি খর্বশক্তির জিব্রালটার। ৩০ মিনিটে এমবাপ্পের পেনাল্টির পর জোনাথন ক্লস, কিংসলে কোম্যান ও ইউসুফ ফোফানা প্রত্যেকেই বিরতির আগেই স্কোরশিটে নাম লিখিয়েছেন। 
বিরতির পর জোড়া গোল করে এমবাপ্পের হ্যাট্রিক পূরনের আগে আদ্রিয়েন রাবোয়িত, কোম্যান ও ওসমানে ডেম্বেলে গোল করেছেন। এর মাধ্যমে ফরাসি অধিনায়ক এমবাপ্পে মাত্র ২৪ বছর বয়সে ক্যারিয়ারের ৩০০তম গোল করার কৃতিত্ব অর্জন করেছেন। বদলী বেঞ্চ থেকে উঠে এসে অভিজ্ঞ অলিভার গিরুদ দলের হয়ে শেষ গোল দুটো করেছেন। এর মাধ্যমে ইতিহাসের পাতায় গোলের রেকর্ডে নতুন এক নাম লেখালো  ফান্স। 
যদিও এই ধরনের স্কোরলাইন আরো একবার আধুনিক ফুটবলের ব্যস্ত সূচিতে জায়ান্ট ও ছোট দলগুলোর মধ্যকার এই ধরনের ম্যাচের প্রয়োজনীয়তাকে প্রশ্নবিদ্ধ করেছে। 
ম্যাচ শেষে ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম বলেছেন, ‘এই ধরনের বড় স্কোর করতে আমরা সম্ভাব্য সবকিছুই করেছি। আমাদের দলের লক্ষ্য একটাই, দাপটের সাথে ম্যাচে জয়ী হওয়া।’
সাত ম্যাচে শতভাগ জয় নিয়ে আগেই বি-গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে জার্মানীর টিকেট নিশ্চিত করেছিল  ফ্রান্স। কাল তাদের সাথে দ্বিতীয় দল হিসেবে আরো যোগ দিয়েছে নেদারল্যান্ডস। চূড়ান্ত পর্বে যেতে ডাচদের এক পয়েন্টই যথেষ্ঠ ছিল। কাল আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেই জার্মানী যাচ্ছে ডাচরা। আমাস্টারডামের ইয়োহান ক্রুইফ এরেনায় ১১ মিনিটে ওট উউগর্স্টের একমাত্র গোলে ডাচদের জয় নিশ্চিত হয়। নেদারল্যান্ডসের ফরোয়ার্ড কোডি গাকপো বলেছেন, ‘দিনের শেষে জয়টাই গুরুত্বপূর্ণ। বাছাইপর্ব পেরুতে হলে নিজেদের ঘরের মাঠে সমর্থকদের সামনে আমাদের জয়টা জরুরী ছিল। আমরা আজ বেশ কিছু সুযোগ তৈরী করেছি। যদিও আরো বেশী গোল পাওয়া উচিৎ ছিল।’
ইসরাইলকে ২-১ গোলে পরাজিত করে ২০০৮ সালের পর প্রথমারের মত বড় কোন টুর্ণামেন্টে খেলার ছাড়পত্র পেয়েছে রোমানিয়া। হামাসের সাথে চলমান আগ্রাসনের কারনে হাঙ্গেরিতে নিজেদের হোম ম্যাচ খেলতে বাধ্য হয় ইসরাইল। এরান জাহাভির গোলে মাত্র দুই মিনিটে এগিয়ে গিয়েছিল ইসরাইল। কিন্তু ১০ মিনিটে জর্জ পুসকাসের গোলে সমতায় ফিরে রোমানিয়া। ৬৩ মিনিটে ইয়ানিস হাগির গোলে রোমানিয়ার জয় নিশ্চিত হয়। 
কসোভোতে ১-১ গোলে ড্র করেও জার্মানীতে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপ-আই’তে শক্তিশালী অবস্থানে রয়েছে রোমানিয়া। আগামী মঙ্গলবার ঘরের মাঠে পরের ম্যাচে সুইসদের বিপক্ষে ড্র করতে পারলে শীর্ষস্থান নিশ্চিত হবে। 
আর্মেনিয়ার সাথে ১-১ গোলে ড্র করায় টানা তৃতীয়বারের মত ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে ওয়েলসের। অথচ এই ম্যাচে জয়ী হতে পারলে গ্রুপ-ডি থেকে সরাসরি তারা খেলার যোগ্যতা অর্জন করতো। বক্সের বাইরে থেকে ৫ মিনিটে লুকাস জেলারায়ানের শক্তিশালী শটে এগিয়ে যায় আর্মেনিয়া। বিরতির ঠিক আগে নায়ের টিকনিজয়ানের আত্মঘাতি গোলে ওয়েলস সমতা ফেরায়। এই ড্রয়ে রব পেজের দল গ্রুপ-ডি’তে ক্রোয়েশিয়ার থেকে দুই পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ইতোমধ্যেই গ্রুপের শীর্ষ দল হিসেবে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে তুরষ্ক। কার্ডিফে পরের ম্যাচে তুরষ্ককে হারাতে পারলে ওয়েলসের সামনে সম্ভাবনা টিকে থাকবে। তবে ঐদিন আরেক ম্যাচে ক্রোয়েশিয়াকে আর্মেনিয়ার বিপক্ষে ঘরের মাঠে না জেতার প্রার্থনা করতে হবে ওয়েলসকে।