বাসস
  ২৩ নভেম্বর ২০২৩, ১৯:০০

পাকিস্তানের সাবেক ক্রিকেটারকে ভালো হয়ে যেতে বললেন সামি

নয়া দিল্লি, ২৩ নভেম্বর ২০২৩ (বাসস) : সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ^কাপে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছে ভারতীয় পেসাররা। চার ম্যাচ না খেলেও বিশ^কাপে সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেছেন ভারতীয়  পেসার মোহাম্মদ সামি। এছাড়া অন্য দুই পেসার জসপ্রিত বুমরাহ ২০টি ও মোহাম্মদ সিরাজ ১৪টি উইকেট নেন। টুর্নামেন্ট চলাকালীন ভারতীয় পেসারদের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করে পাকিস্তানের সাবেক ব্যাটার হাসান রাজা বলেছিলেন, বিশেষ বল ব্যবহার করার কারনে বিশ^কাপ ম্যাচে বাড়তি সুবিধা পাচ্ছে সামি-বুমরাহরা। 
রাজার ঐ কথা পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন সামি। তিনি জানান, আমাদের (ভারত) পাকিস্তানের কিছু খেলোয়াড় সহ্য করতে পারে না। তাদের উচিত ভালো হয়ে যাওয়া। 
রাজার ঐ মন্তব্যের পর কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। রাজাকে উদ্দেশ্য করে আকরাম বলেছিলেন, ‘যা খেয়ে এসব বলছে, সেসব আমিও খেতে চাই। তাদের মাথা আসলেই ঠিক নেই। নিজেদের পাশাপাশি সারা বিশে^র সামনে আমাদেরকেও হেয় করছে। এসব কথার তো ভিত্তি নেই।’
বিশ^কাপ শেষে পাকিস্তানের উপর ক্ষোভ ঝাড়লেন সামি। স্পোর্টসওয়্যার কোম্পানিকে দেওয়া এক সাক্ষাৎকারে সামি বলেন, ‘আমি বিশ্বকাপের শুরুতে খেলিনি। যখন খেলেছি, তখন প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়েছি। পরের ম্যাচে ৪টি, এরপর আবার ৫ উইকেট নিয়েছি। কিছু পাকিস্তান খেলোয়াড়রা বিষয়টি  মেনে নিতে পারছিলনা,এতে আমার কি করার আছে!’
তিনি আরও বলেন, ‘আমার কখনও হিংসা হয় না। অন্যর সাফল্যে যদি উপভোগ করতে পারেন, তবেই আরও ভালো খেলোয়াড় হতে পারবেন।’
যারা বির্তকের জন্ম দেয়, তাদের ভালো হয়ে যাবার পরামর্শ দিয়ে সামি বলেন, ‘তারা জানে, ‘আমরাই সেরা’। প্রয়োজনের সময় যে পারফর্ম করে, সেই সেরা হয়। কিন্তু আপনি বিতর্ক তৈরি করছেন, ভারতীয় বোলাররা ভিন্ন রঙ ও ভিন্ন কোম্পানির বল পাচ্ছে। তাদের বলছি, ভালো হয়ে যাও।’
আকরামের কথার সূত্র  ধরে সামি আরও বলেন, ‘কিভাবে একটা বল নির্বাচন করা হয়, সেটি এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন ওয়াসিম ভাই।’
এরপর রাজাকে উদ্দেশ্য করে সামি বলেন, ‘ কোন খেলোয়াড়ের কাছ থেকে এমন মন্তব্য না এলে কোন কথা ছিলনা।  কিন্তু আপনি সাবেক একজন খেলোয়াড়। আমার মনে হয় না, তার মন্তব্যে হাসা ছাড়া কিছু করার আছে।’
বিশ^কাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ হয় ভারতের।