বাসস
  ২৬ নভেম্বর ২০২৩, ১৪:৫৩

সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে সিরি-এ লিগে খেলার রেকর্ড গড়লেন কামারডা

মিলান, ২৬ নভেম্বর, ২০২৩ (বাসস) : মাত্র ১৫ বছর ২৬০ দিন বয়সে খেলতে নেমে সিরি-এ লিগে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ড গড়েছেন ফ্রান্সেসকো কামারডা। 
ফিওরেন্টিনার বিপক্ষে এসি মিলানের জার্সি গায়ে বদলী হিসেবে ৮৩ মিনিটে খেলতে নেমে কামারডা এই রেকর্ড গড়েন। 
এর আগে বোলোনিয়ার হয়ে উইসডম এ্যামে ২০২১ সালে ১৫ বছর ২৭৪ দিন বয়সে খেলতে নেমে এই রেকর্ড নিজের করে নিয়েছিলেন। 
প্রিমিয়ার লিগে এই রেকর্ড ধরে রেখেছেন ইথান এনওয়ানেরি। ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রেন্টফোর্ডের বিপক্ষে আর্সেনালের হয়ে যখন ইথানের অভিষেক হয় তখন তার বয়স ছিল ১৫ বছর ১৮১ দিন। 
অলিভার গিরুদ নিষেধাজ্ঞার কারনে ও নোহা ওকাফোর ইনজুরির কারনে মূল দলে সুযোগ না পাওয়ায় ভাগ্য খুলে যায় কামারডার। সেপ্টেম্বরে উয়েফা ইয়ুথ লিগে তার অভিষেক হয়েছিল। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে তিনি ঐ ম্যাচে দুই গোল করেছিলেন। ১৬ বছর বয়সের আগে অষ্টম খেলোয়াড় হিসেবে ইতালিয়ান শীর্ষ লিগে কামারডার অভিষেক হলো।