বাসস
  ২৬ নভেম্বর ২০২৩, ১৮:৩৭

পাকিস্তান নিজেদের কৌশল দিয়েই অস্ট্রেলিয়ায় প্রাধান্য বিস্তার করতে পারে : বাবর

করাচি, ২৬ নভেম্বর ২০২৩ (বাসস) : নিজেদের কৌশল দিয়েই  অস্ট্রেলিয়া সফরে  আসন্ন টেস্ট সিরিজে তারা  প্রাধান্য  বিস্তার করতে  সক্ষম হবে  জানিয়েছেন পাকিস্তানের  সাবেক অধিনায়ক বাবর আজম। আগামী মাসে অস্ট্রেলিয়া মাটিতে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজটি নতুনদের জন্য ভালো সুযোগ হিসেবে দেখছেন বাবর।  
ভারতের মাটিতে সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন বাবর। বিশ্বকাপে ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে লিগ পর্ব থেকে বিশ্বকাপ শেষ করে পাকিস্তান। 
বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর  পুরো দলকে ঢেলে সাজিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। কোচিং স্টাফ থেকে শুরু করে দল নির্বাচন প্যানেলেও পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু খেলোয়াড়দের তালিকায় খুব বেশি পরিবর্তন আনেনি পিসিবি।  
পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের উপস্থিতিতে দলের সাথে আলাপকালে  ২৯ বছর বয়সী বাবর জানান, অস্ট্রেলিয়া সফরটি দলে থাকা নতুনদের জন্য দুর্দান্ত সুযোগ এবং বিশেষ করে নতুন টেস্ট অধিনায়ক শান মাসুদের জন্য।
পুরো দল  ঐক্যবদ্ধ আছে জানিয়ে বাবর বলেন, ‘দলে প্রায় আগের সব ক্রিকেটারই আছে। নতুন ছেলেদের জন্য অস্ট্রেলিয়া সফর দারুণ একটা সুযোগ। এটা শান মাসুদের জন্যও বড় সুযোগ। যেখানে যাই না কেন, আমাদের চেষ্টা থাকে প্রাধান্য বিস্তারের। এমন নয় যে আমরা সেখানে দাপট দেখাতে পারবো না। আমরা পারবো, আমাদের সেই সামর্থ্য আছে। আমরা নিজেদের কৌশলেই দাপট দেখাবো। আমরা  দল হিসেবে আমরা ঐক্যবদ্ধ।’
বাবর সরে যাওয়ায় প্রথমবারের মত টেস্ট দলের নেতৃত্ব পান শান মাসুদ। দলের ডিরেক্টর ও কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। বিশ্বকাপ চলাকালীন প্রধান নির্বাচকের পদ ছাড়েন সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। তার জায়গায় দায়িত্ব পান সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। পেস ও স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে- উমর গুল ও সাইদ আজমল। 
হাফিজ-গুলদের মত সাবেক খেলোয়াড়দের অভিজ্ঞতা দলের জন্য সহায়ক হবে মনে  করেন বাবর। তিনি বলেন, ‘হাফিজ, গুল ও আজমলের অভিজ্ঞতা দলের জন্য সহায়ক হবে। হঠাৎ করেই সব পাওয়া যায় না। আমরা যত বেশি একে অন্যের সাথে অভিজ্ঞতা ভাগাভাগি করবো, তত বেশি আমাদের উপকার হবে।’
আগামী ১৪ ডিসেম্বর থেকে পার্থে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। পরের দুই টেস্ট হবে ২৬ ডিসেম্বর ও ৩ জানুয়ারি।