বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:০০

চালকের আসনে অস্ট্রেলিয়া

পার্থ, ১৬ ডিসেম্বর ২০২৩ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮ উইকেট হাতে নিয়ে ৩শ রানের এগিয়ে অসিরা।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৮৭ রানের জবাবে ২৭১ রানে অলআউট হয়ে  ফলো-অনে পড়ে পাকিস্তান। কিš সফরকারীদের  ফলো অন না করিয়ে ২১৬ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৮৪ রান করেছে অসিরা।
দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিয়সে ৫৩ ওভারে ২ উইকেটে ১৩২ রান করেছিলো পাকিস্তান। ৮ উইকেট হাতে নিয়ে ৩৫৫ রানে পিছিয়ে ছিলো উপমহাদেশের দলটি। ইমাম উল হক ৩৮ ও নাইটওয়াচম্যান খুররাম শাহজাদ ৭ রানে অপরাজিত ছিলেন।
আজ, তৃতীয় দিনের তৃতীয় বলেই শাহজাদকে(৭)বোল্ড আউট করেন  অস্ট্রেলিয়া অধিনায়ক পেসার প্যাট কামিন্স। পাঁচ নম্বরে সাবধানে খেলতে শুরু করেন বিশ^কাপের পর অধিনায়কের দায়িত্ব ছাড়া বাবর আজম। কিন্তু বেশি দূর যেতে পারেননি তিনি। ২টি চারে ৫৪ বলে ২১ রান করে মিচেল মার্শের শিকার হন বাবর।
দলীয় ১৮১ রানে বাবরের বিদায়ের পর দ্রুত আরও ২ উইকেট হারায় পাকিস্তান। টেস্টে নবম হাফ-সেঞ্চুরি করা ইমামকে ব্যক্তিগত ৬২ রানে আউট করেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও।   
এরপর নাইটওয়াচম্যান শাহজাদকে নিয়ে দিনের বাকী সময় ভালোভাবে শেষ করেন ইমাম। শাহজাদ ৭ ও ইমাম ৩৮ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার স্টার্ক-লিঁও ১টি করে উইকেট নেন। উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে ৩ রানে বোল্ড করেন পেসার মিচেল স্টার্ক।
১৯৫ রানে ষষ্ঠ উইকেট পতনে ফলো-অনের শংকায় পড়ে পাকিস্তান। বড় জুটির লক্ষ্যে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন সৌদ শাকিল ও আগা সালমান। কিন্তু বেশি দূর যেতে পারেননি তারা। জুটিতে ৩৩ রান যোগ হবার পর শাকিলকে ব্যক্তিগত ২৮ রানে ফিরিয়ে দেন পেসার জশ হ্যাজেলউড।
শাকিলের পর কামিন্সের বলে ৯ রানে বিদায় নেন ফাহিম আশরাফ। ২৪১ রানে ফাহিম ফেরার পর লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে পাকিস্তানের ফলো-অন এড়ানোর চেষ্টা করেন উইকেটে সেট থাকা সালমান।
নবম উইকেটে আমির জামালের সাথে ১৭ এবং শেষ উইকেটে শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে ১৩ রান তুলেও পাকিস্তানকে ফলো-অনের হাত থেকে রক্ষা করতে পারেননি সালমান। ২৭১ রানে অলআউট হয় পাকিস্তান। আমির জামাল ১০ ও শাহিন শাহ আফ্রিদি ৪ রানে আউট হলেও, ২৮ রানে অপরাজিত থাকেন সালমান। অস্ট্রেলিয়ার লিঁঁও সর্বোচ্চ ৩ উইকেট নেন। এতে টেস্টে লিঁওর শিকার সংখ্যা এখন ৪৯৯।
২১৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। অভিষেক টেস্ট খেলতে নামা পাকিস্তান পেসার শাহজাদের তোপে ৫ রানেই ২ উইকেট হারায় অসিরা।
প্রথম ইনিংসে ১৬৪ রান করা ডেভিড ওয়ার্নারকে খালি হাতে এবং  তিন নম্বরে নামা মার্নাস লাবুশেনকে ২ রানে বেশি করতে দেননি শাহজাদ।
শুরুর ধাক্কা সামলে উঠতে তৃতীয় উইকেটে জুটি বাঁধেন আরেক ওপেনার উসমান খাজা ও স্টিভেন স্মিথ। সতর্কতার সাথে খেলে দিন শেষে অবিচ্ছিন্ন থেকে যান তারা। ১৫৬ বলে ৭৯ রানের জুটি গড়েন খাজা ও স্মিথ। খাজা ৩৪ ও স্মিথ ৪৩ রানে অপরাজিত আছেন। শাহজাদ ১৯ রানে ২ উইকেট নেন।