বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৩০
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৭

এশিয়া কাপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২৩ (বাসস) : যুব এশিয়া কাপের শিরোপা জিতে আজ দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
আজ বিকেল ৪টা ৩৫ মিনিটে বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন বাংলাদেশের যুবারা।
এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পড়া বাংলাদেশ যুব দলকে বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 
এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) আগেই জানিয়েছে, বিমানবন্দর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে বাংলাদেশের যুবাদের। মিরপুরে সন্ধ্যায় এশিয়া কাপ জয়ী দলের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত যুব এশিয়া কাপের শিরোপা জয় করে  বাংলাদেশের যুবারা। গতকাল অনুষ্ঠিত ফাইনালে সংযুক্ত আরব ¦ামিরাতকে  ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো  শিরেপা জয় করে বাংলাদেশ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ওপেনার আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান করে বাংলাদেশ। ১৪৯ বল খেলে ১২টি চার ও ১টি ছক্কায় ১২৯ রান করেন শিবলি। এরপর আরব আমিরাতকে ৮৭ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা।
গ্রুপ পর্বে শ্রীলংকা, আরব আমিরাত ও জাপানকে হারিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ। সেমিফাইনালে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় শিবলি-মারুফরা।
এর আগে ২০১৯ সালে প্রথমবারের মত ফাইনাল খেলেছিলো বাংলাদেশ। সে বার ভারতের কাছে ৫ রানে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিলো বাংলাদেশের যুবদের।