বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৩, ২০:০৩

বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিসিএলের ওয়ানডেতে খেলবেন অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা

ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৩ (বাসস) : আগামী বছর দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কিছু ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টে অংশ নেওয়া চার দলে সদ্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী দলের কিছু খেলোয়াড়কে অর্ন্তভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া তরুণদের নিয়ে প্রত্যাশা অনেক বেশি।
২৪ ডিসেম্বর থেকে শুরু হবে বিসিএলের ওয়ানডে ফরম্যাট। গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ কক্সবাজারে অনুষ্ঠিত হবে। কিন্তু ৩০ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
দক্ষিণাঞ্চল দলে জায়গা পেয়েছেন এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক আশিকুর রহমান শিবলী ও ওয়াসি সিদ্দিক। সেন্ট্রাল জোনে সুযোগ হয়েছে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি, জিহাদুল হক জিহাদ ও ওপেনার জিশান আলমের। বিশ্রাম দেওয়া হয়েছে পেসারদের।
বিসিএলের পর আগামী পহেলা জানুয়ারি থেকে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে জুনিয়র টাইগাররা। ঘরের  মাঠে এক সপ্তাহের প্রস্তুতির পর, দক্ষিণ আফ্রিকায় উড়ে যাবে তারা। ১৯ জানুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হবার আগে সেখানে একটি কন্ডিশন্ডিং ক্যাম্প করবে তারা।