বাসস
  ২০ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৮

জর্জির সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা

পোর্ট এলিজাবেথ, ২০ ডিসেম্বর ২০২৩ (বাসস) : ওপেনার টনি ডি জর্জির সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে  স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে হারিয়েছে ভারতকে। জর্জি অপরাজিত ১১৯ রান করেন। সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতেছিলো টিম ইন্ডিয়া। 
পোর্ট এলিজাবেথে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। চার মেরে রানের খাতা খুললেও পেসার নন্দ্রে বার্গারের বলে দ্বিতীয় বলেই প্যাভিলিয়নে ফিরেন ভারতীয় ওপেনার  ঋুতুরাজ গায়কোয়াড়। 
শুরুতে উইকেট হারানোর ধাক্কা সামলে উঠে ৪২ রানের জুটি গড়েন ওপেনার সাই সুদর্শন ও তিলক ভার্মা। ১০ রান করে তিলক থামলেও ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন সুদর্শন। 
তৃতীয় উইকেটে অধিনায়ক লোকেশ রাহুলের সাথে ৯১ বলে ৬৮ রানের জুটি গড়ে ৭টি চার ও ১টি ছক্কায় ৮৩ বলে ব্যক্তিগত ৬২ রান করে আউট হন সুদর্শন।  
ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম হাফ-সেঞ্চুরির স্বাদ পেয়েছেন  রাহুলও। ইনিংসকে বড় করতে না পারলে ৭টি চারে ৬৪ বলে ৫৬ রানে আউট হন তিনি। 
দলীয় ১৬৭ রানে পঞ্চম ব্যাটার হিসেবে রাহুল ফেরার পর ভারতের ইনিংসে ধস নামে। ৪৬ দশমিক ২ ওভারে ২১১ রানে অলআউট হয় ভারত। দক্ষিণ আফ্রিকার বার্গার ৩টি, ব্রুইন হেনড্রিক্স ও কেশব মহারাজ ২টি করে উইকেট নেন। 
২১২ রানের টার্গেটে রেজা হেনড্রিক্সকে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে দারুন সূচনা এনে দেন জর্জি। ১৬৭ বল খেলে ১৩০ রান যোগ করেন তারা। জুটিতে ৭টি চারে ৮১ বলে ৫২ রান করে ভারতের পেসার আর্শদীপ সিংয়ের বলে আউট হন রেজা। 
দুর্দান্ত সূচনার পর দ্বিতীয় উইকেটে রাসি ভ্যান ডার ডুসেনের সাথে ৮৩ বলে ৭৬ রান তুলে দক্ষিণ আফ্রিকার জয়ের পথ সহজ করেন জর্জি। ৩৭তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে প্রথম সেঞ্চুরির দেখা পান ১০৯ বল খেলা জর্জি।   
ডুসেন ৩৬ রানে আউট হলেও অধিনায়ক আইডেন মার্করামের সাথে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন জর্জি। ৯টি চার ও ৬টি ছক্কায় ১২২ বলে অপরাজিত ১১৯ রান করে ম্যাচ সেরাহন জর্জি। 
আগামীকাল পার্লে সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।