বাসস
  ০৮ জানুয়ারি ২০২৪, ১৯:৫০

প্রথমবারের মত আইসিসির মাস সেরা দৌড়ে মনোনয়ন পেলেন তাইজুল

দুবাই, ৮ জানুয়ারি ২০২৪ (বাসস) : গত ডিসেম্বর মাসে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে প্রথমবারের মত আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেলেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।
মাস সেরা হবার দৌড়ে তাইজুলের সাথে আরও মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং নিউজিল্যান্ডের ব্যাটার গ্লেন ফিলিপস। 
গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ ড্র’তে বড় ভূমিকা রেখেছেন  তাইজুল। সিলেটে তার দুর্দান্ত বোলিং নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মত টেস্ট জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। ঐ টেস্টে প্রথম ইনিংসে ১০৯ রানে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে ৬ উইকেট নেন তাইজুল। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের জয়ে বল হাতে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হারলেও বল হাতে দুই ইনিংসে ৫ উইকেট নেন তাইজুল। এতে পুরো সিরিজে ১৫ উইকেট ও ২৮ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। 
নারী বিভাগে মাস সেরা হবার দৌড়ে মনোনয়ন পেয়েছেন ভারতের দীপ্তি শর্মা-জেমিমাহ রড্রিগেস এবং জিম্বাবুয়ের প্রিসিয়াস ম্যারেঞ্জ।