বাসস
  ১৪ জানুয়ারি ২০২৪, ১৫:০৫

এ মাসে আর মাঠে নামা হচ্ছেনা হালান্ডের

লন্ডন, ১৪ জানুয়ারি ২০২৪ (বাসস) :ম্যানেচস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হালান্ড এ মাসের শেষ পর্যন্ত মাঠ থেকে ছিটকে গেছেন বলে নিশ্চিত করেছেন কোচ পেপ গার্দিওলা। 
গত ৬ ডিসেম্বর এ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার রিগের ম্যাচে ২৩ বছর বয়সী এই নরওয়েজিয়ান পায়ের ইনজুরিতে পড়েন। যদিও তার ইনজুরি নিয়ে সিটির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। ধারণা করা হয়েছিল ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপে সিটির সর্বোচ্চ গোলদাতা হয়তো মাঠে ফিরে আসবেন। কিন্তু তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। 
গার্দিওলা বলেন, ‘বিষয়টি এখনো শেষ হয়নি। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরো সময় লাগবে। যেকোন ইনজুরিতে খেলোয়াড়দের সর্বোচ্চ চেষ্টা থাকে যত দ্রুত সম্ভব তা কাটিয়ে মাঠে ফিরে আসার। কিন্তু সময় একটি বড় দু:শ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।’
এবারের মৌসুমে সিটির হয়ে ২২ ম্যাচে ১৯ গোল করেছেন হালান্ড। ইনজুরির কারনে গতকাল নিউক্যাসলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে তার খেলা হয়নি। কেভিন ডি ব্রুইনার নৈপুন্যে ম্যাচটিতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সিটিজেনরা ৩-২ গোলের জয় নিশ্চিত করেছে। আজ থেকে সিটি ১৩ দিনের বিরতিতে আবুধাবীর উষ্ণ আবহাওয়ায় অনুশীলন করতে যাচ্ছে। এখন পুরো জানুয়ারি মাসে হালান্ড আর মাঠে নামতে না পারলে ২৬ জানুয়ারি এফএ কাপে টটেনহ্যাম ও ৩১ জানুয়ারি বার্নলির বিপক্ষে ইত্তিহাদ স্টেডিয়ামে লিগ ম্যাচে অনুপস্থিত থাকবেন। 
গার্দিওলা বলেন, ‘সবকিছুই ঠিক আছে। চিকিৎসক এক সপ্তাহের জন্য তাকে বিশ্রামে থাকতে বলেছে, হতে পারে আবুধাবীতে আবারো সে নতুন করে অনুশীলন শুরু করেছে। আশা করছি এ মাসের শেষ নাগাদ হালান্ড নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তুলতে পারবে। যা আশা করা হয়েছিল তার থেকে কিছুটা সময় বেশী লাগছে।’
হালান্ডকে ছাড়া সিটি এ মৌসুমে আট ম্যাচে অপরাজিত ছিল। এর মধ্যে রয়েছে ক্লাব বিশ্বকাপের শিরোপা। এই মুহূর্তে সিটি লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের তুলনায় পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে। 
গার্দিওলা বলেছেন পুরো দল হালান্ডকে দারুনভাবে মিস করছে, ‘তাকে আমাদের প্রয়োজন রয়েছে। আশা করছি দ্রুতই সে ফিরে আসবে। কোন সমস্যা ছাড়া শেষ চার কিংবা পাঁচ মাস সে ভাল খেলতে পারবে।’
হালান্ডের মতই সেন্টার-ব্যাক ম্যানুয়েল আকাঞ্জিও মাঠের বাইরে রয়েছেন। হাডার্সফিল্ডের বিপক্ষে গত সপ্তাহে এফএ কাপের ম্যাচে ১৮ মিনিটে ইনজুরিতে পড়ে আকাঞ্জি মাঠ ছাড়তে বাধ্য হন। গার্দিওলা এ সম্পর্কে বলেছেন, ‘কয়েক সপ্তাহের জন্য সে মাঠের বাইরে চলে গেছে। এটা কোন বড় সমস্যা না। কিন্তু তারপরও এ মাসে তার আর মাঠে নামা হচ্ছেনা।’