বাসস
  ১৮ জানুয়ারি ২০২৪, ২০:০২

রাজনীতি নিয়ে আপাতত কোন পরিকল্পনা নেই তামিমের

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৪ (বাসস) : দুই পুরানো সতীর্থ মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসানের মতো রাজনীতিতে যোগ দেওয়ার কোন পরিকল্পনা এই মুহূর্তে না থাকলেও ভবিষ্যতে নির্বাচনে প্রতিন্দ্বন্দিতা করার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।
নড়াইল-২ আসন থেকে টানা দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি। প্রথমবারের মত মাগুরা-১ আসন থেকে নির্বাচক করে সর্বশেষ নির্বাচনে জয়ী হয়েছেন সাকিব।
ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে  দুই খ্যাতিমান সতীর্থর পথ অনুসরণ করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘এটা বলা ঝুঁকিপূর্ণ। এখন যদি আমি না বলি, তাহলে দেখা যাবে যে আপনি ১০ বছর পর এটি তুলে আনবেন এবং আমাকে দেখাবেন যে আমি না বলেছিলাম।’
তিনি আরও বলেন, ‘এজন্য কখনও কিছুকে না বলবেন না। তবে  এখন পর্যন্ত আমার এমন কোন পরিকল্পনা নেই।’
সদ্য শেষ হওয়া সাধারণ নির্বাচনে জয়ী মাশরাফি ও সাকিবকে অভিনন্দন  জানান তামিম। 
যদিও মাশরাফির সাথে তামিমের সম্পর্ক সবসময়ই সৌহার্দ্যপূর্ণ। কিন্তু সাকিবের সাথে সম্পর্কটা খুব একটা সুখকর নয় তার। যদিও এ বিষয়ে তারা উভয়ই নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। কিন্তু তাদের সম্পর্ক অবনতি হওয়ার কারণটি এখনও অজানাই রয়ে গেছে।
কিন্তু তারা দুজন বারবার জানিয়েছেন, তাদের বিরূপ সম্পর্ক দলের উপর কোন প্রভাব ফেলবে না।
তামিম বলেন, ‘আমি এখনও তাদের কারও সাথে দেখা করিনি। তাদের সাথে সাক্ষাতে কথা বলবো। দেখা যাক।’
এরই মধ্যে বিসিবির সভাপতি হবার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব। তবে এই মুর্হূতে এমন কোন পরিকল্পনা নেই তামিমের।
তামিম বলেন, ‘এটা নিয়ে আমার কিছু করার নেই। আপনি কখনওই জানেন না, ভবিষ্যত কোথায় নিয়ে যায়। যদি আল্লাহ এমন কিছু আমার ভাগ্যে লিখে রাখেন, তাহলে সেটি এমনিতেই আসবে। এজন্য আমি জোর করতে পারি না।’
২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে হওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যাবার পর বিরতি নিয়েছিলেন তামিম। বিপিএল দিয়ে আবারও ক্রিকেট ফিরবেন তিনি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিবেন তামিম।
দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফিরছেন, এজন্য স্বাভাবিকভাবেই কিছুটা জড়তা থাকবে বলে অকপটে স্বীকার করেছেন তামিম। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর ফিরছি, স্বাভাবিকভাবেই কিছুটা জড়তা থাকবে। আমি গত তিন মাসে খুব বেশি অনুশীলন করিনি। গত দুই সপ্তাহ ধরে ব্যাটিং করছি। হ্যাঁ, জড়তা থাকবে। কিন্তু বিপিএল শুরু হবার আগে প্রস্তুত হওয়ার জন্য আমার পক্ষে যা যা করা সম্ভব, সবই করার চেষ্টা করছি।’
ফরচুন বরিশালের হয়ে যত বেশি সম্ভব ম্যাচ জিততে চান তামিম। তিনি বলেন, ‘অবশ্যই ব্যক্তিগত লক্ষ্য আছে। আমার ব্যক্তিগত লক্ষ্য, এবার দলকে যতটা সম্ভব ম্যাচ জেতাতে সহায়তা করা। এটাই আমার একমাত্র লক্ষ্য। এই দলটাকে নিয়ে আমরা যদি সঠিক পথে এগিয়ে যেতে পারি, তাহলে এটাই হয়তো ফ্র্যাঞ্চাইজির প্রতি আমার সম্ভাব্য সেরা প্রতিদান হবে।’
এবারের বিপিএলে ২১ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে তামিমের ফরচুন বরিশাল।