বাসস
  ২১ জানুয়ারি ২০২৪, ১৭:২০

লিগ শিরোপা জয়ে বার্সেলোনা লড়াইয়ে ফিরবে : জাভির আশাবাদ

বার্সেলোনা, ২১ জানুয়ারি ২০২৪ (বাসস/এএফপি) : বার্সেলোনাকে ঘিড়ে নানা ধরনের নেতিবাচক দিক আলোচিত হলেও লা লিগা শিরোপা ধরে রাখার মিশনে ঠিকই কাতালান জায়ান্টরা লড়াইয়ে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোচ জাভি হানান্দেজ। 
গত মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা এই মুহূর্তে লা লিগা টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। টেবিলের শীর্ষে থাকা জিরোনার থেকে আট পয়েন্ট ও চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে বার্সা। 
রিয়াল বেটিস সফরে যাবে বার্সেলোনা। এরপর কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে এ্যাথলেটিক বিলবাওয়ের মোকাবেলা করবে। 
গত রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হবার পর জাভির দল ব্যপক সমালোনার মুখে পড়েছে। কালকের ম্যাচকে সামনে রেখে জাভি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা আশাবাদী। আমরা জানি এই সাত কিংবা আট পয়েন্ট আমরা ধরতে পারবো।  আমরা আমাদের ফুটবল খেলবো, নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে চেষ্টা করবো। মৌসুমের এখনো অর্ধেক সময় বাকি। আমরা নিজেদের সম্ভাবনাকে এখনো টিকিয়ে রেখেছি।’
জাভি বলেছেন তিনি অত্যন্ত ইতিবাচক একজন মানুষ। এ সম্পর্কে তিনি আরো বলেন, ‘যেকোন ক্লাবেই ইতিবাচকতার অভাব থাকে, কিন্তু আমি সবসময়ই সেটাকে মেনে নিয়েই কাজ করেছি। কাতালান ক্লাব হিসেবে বার্সেলোনার যা ইতিহাস তাতে বাজে পারফরমেন্স এই ক্লাবটির উপর দারুন প্রভাব ফেলে। আমি মনে করি কঠিন ম্যাচগুলোতে আমাদের সামনে নিজেদের প্রমানের সুযোগ আসে। খেলোয়াড় হিসেবে আমি অনেক কিছু অর্জন করেছি। কিন্তু তখনো সবসময় শান্ত থাকার চেষ্টা করতাম। এটা আমার ক্যারিয়ারে অনেক সহযোগিতা করেছে। বার্সেলোনা সবসময় জিতবে না। যে পরিমান প্রত্যাশার আমাদের উপর রয়েছে সেটা মেনে নিয়েছি। কিন্তু তারপরও কিছু কিছু জিনিষের অভাব থেকেই যায়।’
জাভি স্বীকার করেছেন তার দলের রক্ষনভাগের দিকে আরো একটু নজড় দেয়া প্রয়োজন। একইসাথে  সুযোগগুলো সময়মত কাজে লাগাতে হবে। কিন্তু সবকিছুর পরও তিনি বিশ্বাস করেন এবারের মৌসুমে বার্সেলোনা ঠিকই শিরোপা ধরে রাখবে। জাভি বলেন, ‘এখানে ইতিবাচক মানসিকতার একটি বিষয় আছে। বার্সেলোনায় সবকিছু সবসময় সঠিকভাবে হয়না। মৌসুমে একটি শিরোপা পুরো ক্লাবের চিত্র পাল্টে দেয়। আমরা সবাই চেষ্টা করছি।’