বাসস
  ২৩ জানুয়ারি ২০২৪, ১৫:২৫

লা লিগা: মোরাতার গোলে এ্যাথলেটিকোর জয়

মাদ্রিদ, ২৩ জানুয়ারি ২০২৪ (বাসস/এএফপি) : আলভারো মোরাতার দ্বিতীয়ার্ধের গোলে গ্রানাডাকে ১-০ ব্যবধানে পরাজিত করে লা লিগার শীর্ষ চারে উঠে এসেছে দিয়েগো সিমিওনের এ্যাথলেটিকো মাদ্রিদ। 
শনিবার এ্যাথলেটিক ১-০ গোলে বিলবাও ভ্যালেন্সিয়ার কাছে পরাজিত হলেও শীর্ষ চারে ওঠার সুযোগ আসে এ্যাথলেটিকোর সামনে। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে সিমিওনে শিষ্যরা। গোল ব্যবধানে বিলবাওকে পিছনে ফেলেছে। একইসাথে হাতে এক ম্যাচ বেশী রয়েছে।  
লিগ টেবিলের শীর্ষে থাকা জিরোনার থেকে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে এ্যাথলেটিকো। 
তলানির দ্বিতীয় স্থানে থাকা গ্রানাডার বিপক্ষে সফরকারী এ্যাথলেটিকোর শুরুটা হয়েছিল বেশ ধীর গতিতে। ৩১ মিনিটে রডরিগো রিকুয়েলমের শট দারুন দক্ষতায় রুখে দেন গোলরক্ষ আগাস্টো বাটালা। কয়েক সেকেন্ডের মধ্যে আঁতোয়ান গ্রীজম্যানের শট ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। 
৫৫ মিনিটে গ্রীজম্যানের ক্রস থেকে হেডের সাহায্যে ডেডলক ভাঙ্গেন মোরাতা। ভিএআর প্রযুক্তিতে অফসাইড পরীক্ষা করে শেষ পর্যন্ত এ্যাথলেটিকোকে গোল উপহার দেয়া হয়। স্যামুয়েল লিনোর শট বারে না লাগলে এবং সাওল নিগুয়েজের গোল অফসাইডের কারনে বাতিল না হলে পরাজয়ের ব্যবধানটা বাড়তে পারতো। ম্যাচের শেষ ভাগে আবারো গ্রীজম্যানের শট বারে লেগে ফেরত আসে। গত পাঁচ ম্যাচে এটি এ্যাথলটিকোর দ্বিতীয় জয়।