নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ
১১ মে ২০২৪, ১৮:২৭ | বাসস
কিংস্টন, ১১ মে ২০২৪ (বাসস) : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এ বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ফর্মেটেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে টাইগাররা। গতকাল এ বছর ঘরের মাঠের সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআইসি)।
সূচি অনুযায়ী আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে তিন সংস্করনের ম্যাচগুলো খেলবে দু’দল।
টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ। ২২ নভেম্বর থেকে অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। জ্যামাইকায় ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।
এরপর ৮ ডিসেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। ১০ ও ১২ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই ওয়ানডে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে।
১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। এই সিরিজের সব ম্যাচের ভেন্যু সেন্ট ভিনসেন্টে।
২০২২ সালের জুনে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিলো বাংলাদেশ। ঐ সফরে দু’টি টেস্ট, ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিলো টাইগাররা। টেস্ট ও টি-টোয়েন্টি হারলেও, ওয়ানডে সিরিজ জিতেছিলো বাংলাদেশ।
বাংলাদেশ ছাড়াও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে বিশ^কাপের আগে দক্ষিণ আফ্রিকার সাথে তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবীয়রা। যা ২৩ মে থেকে শুরু হবে। বিশ^কাপের পর প্রোটিয়াদের সাথে দু’টি টেস্ট ও আবারও তিনটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
এরপর অক্টোবর-নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।