বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৭:১৭

সিটির জয়ের রাতে হারলো ম্যান ইউ

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : গতরাতে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে জয় পেয়েছে ম্যানচেষ্টার সিটি, আর্সেনাল ও চেলসি। তবে হারের স্বাদ পেয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেড।

নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ম্যান সিটি। টানা চার হারের পর জয় দেখলো ম্যান সিটি। আর্সেনালের কাছে ২-০ গোলে হেরেছে ম্যান ইউ।

আগের তিন ম্যাচে বোর্নমাউথ, ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওন, টটেনহ্যাম হটস্পার ও লিভারপুলের কাছে হেরেছিলো ম্যান সিটি। তাই জয়ের জন্য মরিয়া ছিলো পেপ গার্দিওয়ালার দল।

ঘরের মাঠে ৮ মিনিটেই গোল পেয়ে যায় ম্যান সিটি। ইলকে গুন্ডোগানের  ক্রসে ডি ব্রুইনার হেড থেকে  বার্নার্ডো সিলভা গোল করলে  ১-০ ব্যবধানে  এগিয়ে যায় ম্যান সিটি।

৩১ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইনা। জেরেমি ডোকুর পাস থেকে পেনাল্টি স্পটের কাছাকাছি থেকে গোল করেন ডি ব্রুইনা।
সিলভা ও ব্রুইনার গোলে ২-০ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের প্রথমভাগ শেষ করে ম্যান সিটি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিলো ম্যানচেষ্টার সিটি। ৫৭ মিনিটে হালান্ডের পাস থেকে দারুণ শটে  ডোকুর গোলে  ৩-০ লিড নেয় ম্যান সিটি। শেষপর্যন্ত এই স্কোরেই ম্যাচ জিতে নেয় সিটি। ১৪ ম্যাচে ৮ জয়, ৪ হার ও ২ ড্রতে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে সিটি।

ম্যান সিটির জয়ের রাতে আর্সেনালের মাঠে হারলো ম্যানচেষ্টার ইউনাইটেড। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় আর্সেনাল। ৫৪ মিনিটে রাইসের কর্নার থেকে হেডে গোল করেন জুরিয়েন টিম্বার। ১-০ গোলে এগিয়ে থেকেও আক্রমণের ধার না কমানো  আর্সেনাল ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করে।

বুকায়ো সাকার কর্নার থেকে উড়ে আসা বল উইলিয়াম সালিবার পিঠে লেগে জালে জড়ায়। এতে ২-০ গোলে এগিয়ে যায় আর্সেনাল।

ম্যাচের বাকী সময় আক্রমনাত্মক ফুটবল খেলেও গোল পায়নি ম্যান ইউ। তাই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

১৪ ম্যাচে ৮ জয়, ২ হার ও ৪ ড্র’তে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে আর্সেনাল। ১৪ ম্যাচে ৫ জয়, ৫ হার ও ৪ ড্র’তে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তমস্থানে আছে ম্যান ইউ।

আরেক ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে চেলসি। ১৪ ম্যাচে ৮ জয়, ২ হার ও ৪ ড্র’তে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে চেলসি।

এছাড়াও নিউক্যাসল ইউনাইটেডের সাথে ৩-৩ গোলে ড্র করেছে লিভারপুল। ১৪ ম্যাচে ১১ জয়, ১ হার ও ২ ড্রতে ৩৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে লিভারপুল।