বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৪, ২১:০৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে কাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৪ (বাসস) : টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে আগামীকাল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। 

দুবাইয়ে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। একই সময় শারজাহতে আসরের দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও শ্রীলংকা।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসরে ‘বি’ গ্রুপে খেলেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে যথাক্রমে  আফগানিস্তানকে ৪৫ রানে ও নেপালকে ৫ উইকেটে হারায় তারা। 

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার কাছে ৭ রানে হেরে যায় বাংলাদেশ। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয় তারা। 

‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। তাই টুর্নামেন্টের নিয়মনুযায়ী ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপ রানার্স-আপ সেমিফাইনালে খেলবে।

‘বি’ গ্রুপ ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলংকা। আবার ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয় ভারত। 

গ্রুপ পর্বে বাংলাদেশের হয়ে সেরা ব্যাটিং পারফরমেন্স করেছেন অধিনায়ক আজিজুল হাকিম। ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১৬৩ রান করেছেন তিনি। ২টি হাফ-সেঞ্চুরিতে দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ রান করেন কালাম সিদ্দিকি। 

বোলিংয়ে বাংলাদেশের সেরা পারফরমার পেসার আল ফাহাদ। ৩ ইনিংসে ১১২ রানে ৯ উইকেট নিয়েছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। 

২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল খেলেছিলো বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছিলো বাংলাদেশের যুবারা। 

দুবাইয়ে ৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

বাংলাদেশ দল : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আববার (সহ-অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বাসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান, সাদ ইসলাম রাজিন।

স্ট্যান্ডবাই : কালাম সিদ্দিকি আলিন (ট্রাভেলিং রিজার্ভ), শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।