বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৪, ২১:৪৯

শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারালো জিম্বাবুয়ে

ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৪ (বাসস) : শেষ ওভারে ১২ রানের সমীকরণ মিলিয়ে তৃতীয়বারের মত টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়েছে জিম্বাবুয়ে।

আজ সিরিজের ও শেষ ম্যাচে জিম্বাবুয়ে ২ উইকেটে হারিয়েছে সফরকারী পাকিস্তানকে। শেষ ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান।

সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে  ৫৭ রানে ও ১০ উইকেটে জিতেছিলো পাকিস্তান।

বুলাওয়েতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে ব্যাট করতে নেমে ১৯ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। টপ-অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর মিডল অর্ডারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান।

অধিনায়ক সালমান আগা ৩২, আরাফাত মিনহাস অপরাজিত ২২ ও তায়েব তাহির ২১ রান করেন। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ২ উইকেট নেন।

জবাবে জিম্বাবুয়েকে ৪০ রানের সূচনা এনে দেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। ভালো সূচনার পরও পরের দিকের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় ১২০ রানে সপ্তম উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে।

৩ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে জয়ের জন্য ১২ রান দরকার পড়ে জিম্বাবুয়ের। পাকিস্তানের বাঁ-হাতি পেসার জাহানদাদ খানের করা শেষ ওভারের প্রথম দুই বলে চার ও ছক্কা মারেন অভিষিক্ত টিনোটেন্ডা মাপোসা। তৃতীয় বলে নেন ১ রান। চতুর্থ বলে উইকেট পড়লেও, পঞ্চম ডেলিভারিতে ১ রান নিয়ে জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন রিচার্ড এনগারাভা। ২১বারের মোকাবেলায় পাকিস্তানের বিপক্ষে তৃতীয় জয়ের দেখা পেল জিম্বাবুয়ে।

৪ বলে ১২ রানে অপরাজিত থাকেন মাপোসা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন বেনেট। পাকিস্তানের আব্বাস আফ্রিদি ৩ উইকেট নেন।