শিরোনাম
ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৪ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করেছেন ইংল্যান্ড ব্যাটার হ্যারি ব্রুক। তার সেঞ্চুরির পরও ২৮০ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। এরপর নিজেদের প্রথম ইনিংস শুরু করে দিন শেষে ৫ উইকেটে ৮৬ রান করেছে নিউজিল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে এখনও ১৯৪ রানে পিছিয়ে কিউইরা।
ওয়েলিংটনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের দুই পেসার ম্যাট হেনরি ও নাথান স্মিথের তোপে দলীয় ৪৩ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। দুই ওপেনার জ্যাক ক্রলিকে ১৭ রানে ও বেন ডাকেটকে শূন্যতে বিদায় দেন হেনরি।
এরপর জোড়া উইকেট তুলে নেন স্মিথ। জ্যাকব বেথেলকে ১৬ রানে ও জো রুটকে ৩ রানে থামান স্মিথ।
শুরুর ধাক্কা সামলে নিতে পঞ্চম উইকেটে পাল্টা আক্রমণের পথ বেছে নেন ব্রুক ও ওলি পোপ। নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে ওয়ানডে মেজাজে খেলে ১৫৯ বলে ১৭৪ রানের জুটিতে ইংল্যান্ডকে চাপমুক্ত করেন ব্রুক ও পোপ। এই জুটিতেই টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন ব্রুক। সিরিজের প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছিলেন তিনি।
টেস্ট ক্যারিয়ারের ১৫তম হাফ-সেঞ্চুরি করা পোপকে ফিরিয়ে জুটি ভাঙেন পেসার উইলিয়াম ও’রুর্ক। ৭টি চার ও ১টি ছক্কায় ৭৮ বলে ৬৬ রান করেন পোপ।
দলীয় ২১৭ রানে পঞ্চম ব্যাটার হিসেবে পোপ ফেরার পর দ্রুত সাজঘরে ফিরেন অধিনায়ক বেন স্টোকসও। মাত্র ২ রান করেন তিনি।
সপ্তম উইকেটে ৩৭ রানের জুটিতে ইংল্যান্ডের রান আড়াইশ পার করেন ব্রুক ও ক্রিস ওকস। দলীয় ২৫৯ রানে রান আউটের শিকার হন ব্রুক। তার আউটে ১৬ বল ও ২১ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারিয়ে ২৮০ রানে অলআউট হয় ইংল্যান্ড। ১১টি চার ও ৫টি ছক্কায় ১১৫ বলে ১২৩ রান করেন ব্রুক।
নিউজিল্যান্ডের হয়ে বল হাতে স্মিথ ৪টি, ও’রুর্ক ৩টি ও হেনরি ২টি উইকেট নেন।
দিনের শেষ সেশনে নিজেদের প্রথম ইনিংস শুরু করে ১৮ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ১১ রান করে ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের শিকার হন ওপেনার ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেটে ৩৫ রানের জুটিতে দলকে সামনে টেনেছেন আরেক ওপেনার টম লাথাম ও কেন উইলিয়ামসন।
১৭ রান করা লাথামকে বোল্ড করে ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন স্টোকস। চার নম্বরে নামা রাচিন রবীন্দ্রকে ৩ রানের বেশি করতে দেননি ওকস। ৬৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। দিনের শেষভাবে কিউইদের চাপ আরও বাড়িয়ে দেন পেসার ব্রাইডন কার্স। পরপর দুই ওভারে উইলিয়ামসন (৩৭) ও ড্যারিল মিচেলকে (৬) রানে আউট করেন কার্স।
৭৯ রানে ৫ উইকেট পতনের পর আর কোন বিপদ হতে দেননি নাইটওয়াচম্যান ও’রুর্ক ও উইকেটরক্ষক টম ব্লান্ডেল। ১৬ বলে ৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন তারা। ও’রুর্ক শূন্য ও ব্লান্ডেল ৭ রানে অপরাজিত আছেন।
ইংল্যান্ডের কার্স ২টি, ওকস-অ্যাটকিনসন ও স্টোকস ১টি করে উইকেট নেন।