বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৪, ২০:৩৮
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ২০:৪৫

স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথম দিনই অলআউট হয়ে বিপাকে ভারত

ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৪ (বাসস) : বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ১৮০ রানে অলআউট হয়েছে সফরকারী  ভারত। ৪৮ রানে ৬ উইকেট নেন স্টার্ক। জবাবে নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে দিন শেষে ১ উইকেটে ৮৬ রান করেছে অস্ট্রেলিয়া। ৯ উইকেট হাতে নিয়ে ৯৪ রানে পিছিয়ে অসিরা।

এডিলেডে দিবা-রাত্রির ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় ভারত। স্টার্কের বলে লেগ বিফোর আউট হয়ে ডাক মারেন ওপেনার যশ্বসী জয়সওয়াল।

শুরুতে উইকেট হারানোর ধাক্কা দারুণভাবে সামাল দিয়ে দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার লোকেশ রাহুল ও শুভমান গিল। ৬টি চারে ৩৭ রান করা রাহুলকে শিকার করে জুটি ভাঙেন স্টার্ক।

দলীয় ৬৯ রানে রাহুল ফেরার পর বিপদ বাড়ে ভারতের। ১০ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় তারা। বিরাট কোহলিকে ৭ রানে স্টার্ক, গিলকে ৩১ রানে এবং অধিনায়ক রোহিত শর্মাকে ৩ রানে আউট করেন প্রথম টেস্টে না খেলা পেসার স্কট বোল্যান্ড। দলীয় ৮৭ রানেই ৫ উইকেট পতন হয় ভারতের।

ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক ঋসভ পান্ত ও নিতিশ কুমার রেড্ডির ২২ রানের জুটিতে ১শ স্পর্শ করে ভারত। ২টি চারে ২১ রান করে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের প্রথম শিকার হন পান্ত।

পান্তের বিদায়ে ক্রিজে এসেই দ্রুত রান তোলেন  রবীচন্দ্রন অশ্বিন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ৩টি চারে ২২ বলে ২২ রান করে স্টার্কের চতুর্থ শিকার হন অশ্বিন।

অশ্বিন ফেরার দুই বল পর হর্ষিত রানাকে শূন্যতে আউট করে ৯১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৫তমবারের মত ইনিংসে পাঁচ উইকেট নেন স্টার্ক। ১৪১ রানে সপ্তম উইকেট পতনের পর মারুমুখী মেজাজে ব্যাট চালান রেড্ডি। বোল্যান্ডের এক ওভারে ২টি ছক্কা ও ১টি চারও মারেন তিনি।

রেড্ডির সাথে নবম উইকেটে ৩১ বলে ৩৫ রানের জুটি গড়লেও, কোন রান তুলতে পারেননি জসপ্রিত বুমরাহ। রানের খাতা খোলার আগেই কামিন্সের দ্বিতীয় শিকার হন বুমরাহ।

দলীয় ১৭৬ রানে বুমারহর আউটের পর বেশি দূর যেতে পারেনি ভারত। ৪৫তম ওভারের প্রথম বলে রেড্ডিকে নিজের ষষ্ঠ শিকার বানান স্টার্ক। ১৮০ রানে শেষ হয় ভারতের ইনিংস। ৩টি করে চার ও ছক্কায় ৫৪ বলে ৪২ রান করেন রেড্ডি। স্টার্ক ৬টি, কামিন্স-বোল্যান্ড ২টি করে উইকেট নেন।

নিজেদের ইনিংস শুরু করে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওপেনার উসমান খাজাকে ১৩ রানে থামান ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। এই শিকারে এ বছর প্রথম বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন আজ বার্থডে বয় বুমরাহ।

খাজার আউটের পর ভালোভাবে দিনের খেলা শেষ করেছেন আরেক ওপেনার নাথান ম্যাকসুয়েনসি ও মার্নাস লাবুশেন। দ্বিতীয় উইকেটে ১৩৩ বলে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ম্যাকসুয়েনসি ৩৮ ও লাবুশেন ২০ রানে অপরাজিত থাকেন। ১৩ রানে ১ উইকেট নিয়েছেন বুমরাহ।