বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৬

টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের

ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৪ (বাসস) : হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টিতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ওয়ানডেতে দুর্দান্ত পারফরমেন্সে সুবাদে টি-টোয়েন্টিতেও আইরিশদের ধরাশায়ী করার লক্ষ্যে আত্মবিশ্বাসী ছিলো বাংলাদেশ। কিন্তু ২০ ওভারের ফরম্যাটে জ্বলে উঠে আয়ারল্যান্ড নারী দল। 

প্রথম ম্যাচ ১২ রানে এবং দ্বিতীয় ম্যাচ ৪৭ রানে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশের বিপক্ষে আগেভাগেই সিরিজ জিতে নেয় আয়ারল্যান্ড। 
আয়ারল্যান্ডের কাছে প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় টানা তৃতীয় দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজে হারের মুখে পড়েছে বাংলাদেশ। চলতি বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে সিরিজ হারে টাইগ্রেসরা। 

এর আগে দু’বার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ২০১৬ সালে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো। ২০১৮ সালে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী হয় বাংলাদেশ।

এক ম্যাচ বাকী থাকতে সিরিজ হারের পরও শেষ ম্যাচের দলে কোন পরিবর্তন আনেনি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ খেলা দলের উপর আস্থা রেখেছে তারা। 
তবে শেষ ম্যাচের একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। কারণ হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করতে চায় নিগার-শারমিনরা। 

তৃতীয় টি-টোয়েন্ট জন্য বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আকতার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আকতার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আকতার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।