বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩:০৮

মাঝের ওভারে উইকেট না পাবার আফসোস মিরাজের

ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৪ (বাসস) : তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ২৯৪ রান করেও হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দলকে। হারের কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জানান, ব্যাটিংয়ের পর বোলিংয়ে দারুণ শুরুর পরও মাঝে ওভারগুলোতে উইকেট না পাওয়ায় হার বরণ করে নিতে হয়েছে দলকে। 

গতরাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান, মিরাজ ও মাহমুদুল্লাহ রিয়াদের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান করে বাংলাদেশ। মিরাজ সর্বোচ্চ ৭৪, তানজিদ ৬০ ও মাহমুদুল্লাহ অপরাজিত ৫০ রান করেন। 

২৯৫ রানের টার্গেটে খেলতে নেমে ২১.৪ ওভারে ৩ উইকেটে ৯৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক শাই হোপের সাথে ৯৩ বলে ৯৯ এবং পঞ্চম উইকেটে জাস্টিন গ্রেভসকে নিয়ে ৫৭ বলে ৯৫ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে দারুণ জয় এনে দেন শেরফানে রাদারফোর্ড। হোপ ৮৬, ম্যাচ সেরা রাদারফোর্ড ১১৩ ও গ্রেভস অপরাজিত ৪১ রান করেন।

২২ থেকে ৪৬তম ওভারের মধ্যে ১ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তুলে ম্যাচ জয়ের পথ সহজ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এসময় ক্যারিবীয়দের উইকেট শিকার করতে না পারার আফসোস ছিল বাংলাদেশ অধিনায়ক মিরাজের কন্ঠে। 

ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘আমরা বোলিংয়ে ভালো শুরু করেছিলাম। বিশেষ করে নাহিদ-তাসকিন ও তানজিম খুব ভালো বোলিং করেছে। কিন্তু মাঝের ওভারগুলোয় আমরা ভালো বোলিং করতে পারিনি, উইকেট পাইনি। বোলারদের জন্য দিনটি কঠিন ছিল। এমন কিছু হতেই পারে। তবে উইকেট দেখে ভালো মনে হয়েছে এবং প্রতিপক্ষ ভালো খেলেছে।’ 

২৯৪ রানের মত বড় স্কোর গড়েও সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ ইনিংস। টাইগারদের ইনিংস ডট বল হয়েছে ১৫৫টি। কিন্তু এটিকে সমস্যা মনে করেন না মিরাজ। তিনি বলেন, ‘ হ্যাঁ, আমরা সন্তুষ্টই ছিলাম। এই ধরনের উইকেটে জন্য ২৯৫ খুব ভালো স্কোর। তাদেরকে কৃতিত্ব দিতেই হবে, তারা অনেক ভালো খেলেছে। বিশেষ করে হোপ ও রাদারফোর্ড। ভালো জুটি গড়েছে তারা।’

হারের পর ভুল থেকে শিখে পরের ম্যাচেই ঘুড়ে দাঁড়ানোর কথা বললেন মিরাজ, ‘অনেক কিছুই শিখতে পারি আমরা। আজ কিছু ভুল করেছি। পরের ম্যাচে আরও ভালো করার দিকে মনোযোগ দিতে হবে দলকে। এখনও দুই ম্যাচ বাকি আছে। আমি মনে করি আমাদের ভালো সুযোগ আছে।’

ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের দিক দিয়ে সমান-সমান ছিলো বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় মুখোমুখি লড়াই এবং সিরিজে পিছিয়ে পড়েছে টাইগাররা। এখন পর্যন্ত ৪৫টি ওয়ানডেতে দেখা হয়েছে দু’দলের। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ২২টিতে ও বাংলাদেশের জয় ২১টিতে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।