শিরোনাম
ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪ (বাসস) : এ বছর সম্ভবত আর মাঠে নামা হচ্ছেনা বায়ার্ন মিউনিখের অধিনায়ক ম্যানুয়েল নয়্যারের। কোচ ভিনসেন্ট কোম্পানি এমন ইঙ্গিতই দিয়েছেন।
আজ রাতে শাখতার দোনেস্কর বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামবে বায়ার্ন। এই ম্যাচকে সামনে রেখে কোম্পানি বলেছেন, ‘নয়্যারের পাঁজরের হাড়ে চিড় ধরেছে। এ কারনে এ বছর তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এখন গুরুত্বপূর্ণ হলো কত তাড়াতাড়ি সে সুস্থ হতে পারে। আশা করছি জানুয়ারির শুরুতে তাকে আবারো দলে ফিরে পাবো। কিন্তু এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।’
কোম্পানি নিশ্চিত করেছেন মঙ্গলবার বায়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচে জেমেরি ফ্রিমপংয়ের সাথে সংঘর্ষে নয়্যারের পাঁজরে আঘাত লাগে। এই ঘটনায় নয়্যার ক্যারিয়ারের ৮৬৬তম ম্যাচে প্রথমবারের মত লাল কার্ডও দেখেছেন।
ইনজুরির কারনে বায়ার্ন এবারের মৌসুমে শুরু থেকে প্রথম দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে পায়নি। গোলরক্ষক নয়্যার ছাড়াও ইনজুরির এই তালিকায় যুক্ত আছেন হ্যারি কেন, কিংসলে কোম্যান, আলফোনসে ডেভিস, হুয়াও পালহিনহা, সার্জি গ্যানাব্রি, জোসিপ স্টানিসিচ, হিরোকি ইতো ও মাথিস টেল। ব্যাক-আপ গোলরক্ষক সভেন উলরেইখ ব্যক্তিগত কারনে দলের বাইরে রয়েছেন।
কোম্পানি বলেছেন, ‘আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত রয়েছেন। কিন্তু তারপরও আমরা এখনো সঠিক পথেই আছি।’
নয়্যারের অনুপস্থিতিতে দলের তৃতীয় পছন্দের গোলরক্ষক ড্যানিয়েল পেরেজই আজকের ম্যাচে গোলবার সামলাবেন। জার্মান কাপের শেষ ১৬’তে লেভারকুসেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিদায়ের ম্যাচটিতে নয়্যারের লাল কার্ডে অভিষেকের সুযোগ পান ইসরায়েলের গোলরক্ষক পেরেজ।
ছয়বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী বায়ার্ন এই মুহূর্তে পাঁচ ম্যাচ পরে টেবিলের ১৩তম স্থানে রয়েছে। বার্সেলোনা ও এ্যাস্টন ভিলার কাছে পরাজিত বায়ার্ন বাকি তিন ম্যাচে জয়ী হয়েছে।
শাখতারের বিপক্ষে জিততে পারলে বায়ার্নের শীর্ষ আটে থেকে গ্রুপ পর্ব শেষ করার পথ মসৃন হবে।