বাসস
  ১০ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৩
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৭:৫০

শাস্তি পেলেন হেড ও সিরাজ

ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪ (বাসস) : এডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে আচরণবিধি ভঙ্গ করায় অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটার ট্রাভিস হেড এবং ভারতের পেসার মোহাম্মদ সিরাজকে শাস্তি দিয়েছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে সিরাজকে। জরিমানার কবলে না পড়লেও সিরাজের সাথে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হেড।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ার ইনিংসে ৮২তম ওভারে হেড-সিরাজের ঘটনার সূত্রপাত হয়। হেডকে আউট করার পরে, তার কাছাকাছি গিয়ে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে ফিরে যাবার পথ দেখান সিরাজ।’

পরবর্তীতে ঐ ঘটনা নিয়ে মুখ খুলেন হেড ও সিরাজ। ভালো বোলিং করার জন্য সিরাজের প্রশংসা করেছিলেন বলে জানান হেড। তিনি বলেন, ‘আমি তাকে মজা করে বলেছিলাম, ভালো বল করছো। কিন্তু সে অন্য কিছু মনে করেছে। আমাকে আউটের পর ড্রেসিংরুমে চলে যাওয়ার ইঙ্গিত দেওয়ায় আমি কিছু কথা বলেছি। তবে পুরো বিষয় যেভাবে প্রকাশ হলো তাতে আমি অবাক ও হতাশ।’

হেডের বক্তব্যকে মিথ্যা বলে দাবি করেছেন সিরাজ। তিনি জানান, প্রশংসা করার পরিবর্তে গালাগালি করেছে হেড। 

আইসিসির আচরণবিধির ২.১৩ ধারা ভেঙেছেন হেড। এই ধারায় লেখা আছে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন খেলোয়াড়, আম্পায়ার বা ম্যাচ রেফারির সাথে দুর্ব্যবহার করা যাবে না।

আইসিসির আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেন সিরাজ। এই ধারায় লেখা আছে আউট হওয়ার পর ব্যাটারের প্রতি এমন কোন অঙ্গভঙ্গি, আচরণ বা ভাষা ব্যবহার করা যাবে না যা আগ্রাসী প্রতিক্রিয়ার। 

আইসিসি জানিয়েছে, ২৪ মাসের মধ্যে এটি প্রথম অপরাধ দুই খেলোয়াড়ের। নিজেদের অপরাধ স্বীকার করে এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারির রঞ্জন মাদুগালের শাস্তি মেনে নিয়েছেন হেড ও সিরাজ। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। 

এডিলেডে দিবা-রাত্রির টেস্টে হেডের ১৪১ বলে ১৪০ রানের সুবাদে ভারতকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরিয়েছে অস্ট্রেলিয়া।